পথ চলা শুরু করল 'নেতাজী এক্সপ্রেস', পরাক্রম দিবসে হাওড়া স্টেশন থেকে রওনা ট্রেন

Published : Jan 24, 2021, 12:25 AM ISTUpdated : Jan 24, 2021, 02:00 PM IST
পথ চলা শুরু করল 'নেতাজী এক্সপ্রেস', পরাক্রম দিবসে হাওড়া স্টেশন থেকে রওনা ট্রেন

সংক্ষিপ্ত

চাকা গড়াল নেতাজী এক্সপ্রেস হাওড়া থেকে প্রথমবার রওনা দিল নেতাজীর জন্ম বার্ষিকী পথ চলা শুরু ট্রেনের নতুন নাম করনে গর্বিত রেল   

মঙ্গলবার নতুন নামকরন হয়েছিল। নেতাজী জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে কালকা মেলের নাম পাল্টে দেয় রেলমন্ত্রক। সেই মেল ট্রেনের নাম পাল্টে নতুন নাম হয়েছিল 'নেতাজী এক্সপ্রেস'। শনিবার নেতাজীর জন্মদিন পরাক্রম দিবসে পথচলা শুরু করল পরাক্রম এক্সপ্রেস। হাওড়া স্টেশন থেকে এদিন রাতে কালকার উদ্দেশ্যে রওনা দেয়  'নেতাজী এক্সপ্রেস'।

আরও পড়ুন-নেতাজীর ১২৫তম জন্মদিনে কলকাতায় প্রধানমন্ত্রী, দিনভর কর্মসূচিতে কেমন ছিল মোদীর সফর

রেলের তরফে জানানো হয়েছে, ১২৩১১/১২৩১২ হাওড়া-কালকা স্পেশাল ট্রেন প্রথমবার নেতাজী এক্সপ্রেস নতুন নাম নিয়ে যাত্রা শুরু করল। নেতাজীর জন্মবার্ষিকীতে শনিবার রাতে নতুন ছন্দে রওনা দিয়েছে এই বিশেষ ট্রেন। হাওড়া-কালকা স্পেশাল ট্রেন 'নেতাজী এক্সপ্রেস স্পেশাল' বলেও পরিচিতি পাবে। 

আরও পড়ুন-'নেতাজীর আত্মনির্ভর ভারতের স্বপ্ন সার্থক হয়েছে', মমতার সামনে দাঁড়িয়ে বড় ঘোষণা মোদীর

কালকা মেলের নাম পাল্টে 'নেতাজী এক্সপ্রেস' রাখায় গর্ব অনুভূব করেছিল ভারতীয় রেল। তাঁদের মতে, নেতাজীর পরাক্রমই ভারতকে স্বাধীনতা ও উন্নয়নের এক্সপ্রেস রুটে এনে দিয়েছিল। রেল মন্ত্রকের তরফে নতুন নামকরনের পর রেলমন্ত্রী পীযূষ গয়াল জানিয়েছিলেন, রেলমন্ত্রক তাঁদের অন্যতম পুরনো ট্রেনটির নাম 'নেতাজী এক্সপ্রেস' দিয়ে নেতাজীর সেই পরাক্রমকেই শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি, নেতাজীর জন্মদিনে কলকাতা সফরে এসে এই নেতাজী এক্সপ্রেসকে দেশবাসীর জন্য উৎসর্গ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই স্পেশাল ট্রেনের মাধ্যমে নেতাজী সুভাষ চন্দ্র বসুর ভাবধারা প্রত্যেক ভারতবাসীর মনে অনুপ্রেরনা জোগাবে। কলকাতায় দাঁড়িয়ে এমনই বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


 

PREV
click me!

Recommended Stories

SIR-এর ভয়ে পালাচ্ছে অনুপ্রবেশকারীরা, ব্যাগ ও বস্তায় ভরে কী নিয়ে যাচ্ছে? দেখুন
চিংড়িঘাটায় ৩৬৬ মিটার 'জট' কাটবে? কলকাতা মেট্রো-সহ সবপক্ষকেই বুধবার বৈঠকে বসতে নির্দেশ