'কোনও নার্সিংহোম স্বাস্থ্যসাথী না দিলে, লাইসেন্স বাতিল করা হতে পারে', নদিয়া থেকে হুঁশিয়ারি মমতার

  • স্বাস্থ্যসাথী নিয়ে কড়া পদক্ষেপ মমতার
  • কোনও নার্সিংহোম পরিষেবা না দিলে পদক্ষেপ
  • কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন মমতা
  • স্বাস্থ্যসাথী নিয়ে আরও কী কী পরিকল্পা?

ভোটের আগে বাংলায় সাড়া ফেলেছে মমতার স্বাস্থ্যসাথী প্রকল্প। পরিবারের প্রতিটি মানুষ স্বাস্থ্যসাথীর আওতাভুক্ত করতে প্রকল্পের সম্প্রসারণ করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই স্বাস্থ্যসাথী প্রকল্পকে ঢেলে সাজাতে বড়সড় উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই অবস্থায় কোনও কোনও নার্সিংহোমের বিরুদ্ধে স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডারদের চিকিৎসা পরিষেবা না দেওয়ার অভিযোগ উঠেছে। তা নিয়ে তীব্র হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-'দিল্লি থেকে এলেন বাবু, কৃষক বাড়ি ভাড়া করে', দিল্লির কৃষক আন্দোলন নিয়ে বিজেপিকে খোঁচা মমতার

Latest Videos

রাজ্যের সকল নাগরিকদের স্বাস্থ্যসাথীর আওতাভুক্ত। স্বাস্থ্য বিমায় পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা। রাজ্য সরকার এই প্রকল্প চালু করলেও জেলায় কিছু কিছু নার্সিংহোম মানতে নারাজ। তা নিয়ে ওইসব নার্সিংহোম কর্তৃপক্ষকে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। নদিয়ার রাণাঘাটের সভা থেকে তিনি বলেন, ''অনেক বড়সড় হাসপাতাল কখনও কখনও বলে, আমরা স্বাস্থ্য়সাথী করব না। আমরা তাঁদের সঙ্গে মিটিং করে বলব, এই প্রকল্প করতেই হবে। আমরা জেলার ছোট ছোট নার্সিংহোমগুলোকে বলেছি। স্বাস্থ্যসাথী নিতে হবে। যদি কেউ চিকিৎসা না দেয়। সরকারের হাতে লাইসেন্স বাতিল করার ক্ষমতা আছে''।

আরও পড়ুন-'আগে নোট বন্দি-এবার করবে জেল বন্দী', বাংলায় ইডি হানায় BJPকে নিয়ে চাপে মমতা

পাশাপাশি, এদিনের সভা থেকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পকে কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, ''কিসের আয়ুষ্মান? ওঁরা ষাট টাকা দেবে। চল্লিশ টাকা আপনাদের দিতে হবে। আমরা স্বাস্থ্যসাথীতে একশো টাকাই দেব। আমি নিজেও স্বাস্থ্যসাথীর সদস্য। ওই কার্ডটির দাম ৫ লক্ষ টাকা''। প্রসঙ্গত, কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। তা নিয়ে বিজেপিকে খোঁচা দিলেন মমতা।
 

Share this article
click me!

Latest Videos

রাতের অন্ধকারে তাণ্ডব Basanti-তে! আতঙ্কে কাঁপছে গোটা গ্রাম | South 24 Parganas News Today
'সোমবার সকাল থেকে পেট্রাপোল সীমান্ত বন্ধ রাখবো' শুভেন্দুর তীব্র গর্জন #shorts #shortsvideo #bjp #tmc
নিজের দলের শোকজ খেয়ে 'হোঁচট' খেলেন হুমায়ুন #shorts #tmc
স্বামি-স্ত্রীর তুলুম ঝগড়ার এইরকম পরিণতি! ব্যান্ডেলে উত্তেজনা তুঙ্গে | Hooghly News Today
Suvendu Adhikari : 'বাংলাদেশের হিন্দুদের জন্য কেন চুপ এরা' #shorts #suvenduadhikari #bangladesh