তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে জল্পনা তুঙ্গে, সূত্রের খবর বাদ পড়তে পারেন বর্ষিয়ান বিধায়করা

  • তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা তৈরি করছেন দলনেত্রী 
  • নির্বাচনী কমিটি তেমনই আর্জি জানিয়েছে 
  • বাদ পড়তে পারেন একাধিক বর্ষিয়ান বিধায়ক 
  • প্রাধান্য দেওয়া হতে পারে তরুণদের 

Asianet News Bangla | Published : Mar 2, 2021 3:44 AM IST / Updated: Mar 05 2021, 08:10 AM IST

তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা থেকে এবার বাদ পড়তে পারেন দলেক অনেক বিধায়কই। সোমবার তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠকে বসেছিল নতুন নির্বাচনী কমিটি। ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরই এই কমিটি তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে সৌগত রায় জানিয়েছেন কমিটি প্রার্থী তালিকা প্রস্তুত করতে বলেছে দলনেত্রীকে। বর্তমানে তৃণমূল কংগ্রেসের ২০৭ জন বিধায়ক রয়েছে। তবে নতুন তালিকায় সকল বিধায়ককে রাখা হবে না বলেই সূত্রের খবর। 

তৃণমূল কংগ্রেস সূত্রের খবর তালিকা থেকে বাদ পড়তে পারেন, সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, শিবপুরের বিধায়ক জটু লাহিড়ী, বাসন্তীর বিধায়ক গোবিন্দ নস্কর, হাওড়া দক্ষিণের বিধায়ক ব্রজমোহন মজুমদার। এঁদের প্রত্যেকের বয়স ৮০-র ওপরে। দলের অন্দরেও দাবি উঠেছে বর্ষিয়ান বিধায়কদের বিশ্রাম দিয়ে তরুণ মুখ নিয়ে আসতে। 

Latest Videos

আবারও প্রশ্নের মুখে কোভিশিল্ড, একই সঙ্গে প্রশ্নের মুথে ডাক্তারি পড়ুয়ার ভবিষ্যৎও ...

Election Live Update- বাম কংগ্রেস তৃণমূল বিজেপি, প্রার্থী তালিকা নিয়ে জল্পনা সব শিবিরে ...
তবে কিছু বিধায়ককে নিয়ে সমস্যায় পড়তে পারে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর বালিগঞ্জ থেকেই ভোট যুদ্ধে সামিল হতে চান বলে জানিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। তাঁর অনুগামীরাও কিছুটা চড়া সুরে বলেছেন দাদাকে প্রার্থী করতে হবে। অন্যদিকে কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁকেও প্রার্থী করার দাবি জানিয়েছেন অনুগামীরা। যদি তৃণমূল টিকিট না দেয় তাহলে তাঁকে নির্দল প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে সামিল করা হবে বলেও দাবি শোভনদেবের অনুগামীদের. তবে অশীতিপর বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় ভোট যুদ্ধ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন। 

দলীয় সূত্রের খবর বেশ কিছু সেলিব্রিটিকে এবার প্রার্থী করতে পারে তৃণমূল কংগ্রেস। তালিকাটা বেশ দীর্ঘ হতে পারেও বলেও সূত্রের খবর। তবে নতুন প্রার্থী তালিকায় তরুণদের প্রাধান্য দেওয়া হবে বলেও সূত্রের খবর। 

Share this article
click me!

Latest Videos

'ষড়যন্ত্র করে আমাকে গ্রেফতার করা হয়েছিল' জেল থেকে ছাড়া পেয়েই পাল্টা অভিযোগ Kalatan Dasgupta-র
পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র
'মমতা কাছে বাংলাকে স্বাধীন ঘোষণার অনুরোধ জসীমউদ্দিনের' আশঙ্কা প্রকাশ করে দেখুন কী বললেন সুকান্ত
‘সমস্যা সমাধান না করলে আরও বড় আন্দোলনে যাবো!’ সাবওয়ের দাবিতে তৃণমূলের তীব্র বিক্ষোভ! | Singur News
অভয়া কাণ্ডের দ্রুত বিচারের দাবি জুনিয়র ডাক্তারদের! স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল