শুভেন্দুর সভা ঘিরে ফের উত্তেজনা দেখা দিল। নন্দীগ্রামের পর পুরুলিয়ার সভাতেও বিশৃঙ্খলা দেখা দেয়। রবিবার পুরুলিয়ার কাশীপুরে তাঁর সভায় উত্তেজনা দেখা দেয়। সভা চলাকালীন একটি কালো রঙের গাড়ি ঢুকে যায়। তা নিয়ে সাময়িক উত্তেজনা ছড়ায়। সেই সময় মঞ্চে বক্তব্য রাখছিলেন পুরুলিয়ার সাংসদ জোর্তিময় সিং মাহাতো। তখনই তাঁর কাছ থেকে মাইক নিয়ে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন শুভেন্দু।
আরও পড়ুন-'গেরুয়া শিবিরের গর্ত খুঁড়ে ফেলল এই রোড শো', বর্ধমান থেকে হুঙ্কার তৃণমূলের সোহমের
রবিবার পুরুলিয়ার কাশীপুরে রোড শো করেন শুভেন্দু। রোড শোয়ের পর সভা শুরুর কিছুক্ষণ পরই উত্তেজনা দেখা দেয়। সভাস্থলে তৃণমূলের পতাকা লাগানো গাড়ি ঢুকে যায়। সেই গাড়ি ঘিরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। কালো রঙের ওই গাড়িটির উপর লাঠি-সোটা দিয়ে হামলা চালাতে দেখা যায়। সেই সময় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন শুভেন্দু। গাড়িটিকে রাস্তা দেওয়ার জন্য বিজেপিকর্মীদের আবেদন জানান শুভেন্দু।
আরও পড়ুন-বর্ধমানে তৃণমূলের মিছিলের আগেই হামলা, পার্টি অফিস হামলা-ভাঙচুর-মারধর, কাঠগড়ায় বিজেপি
এই নিয়ে শাসকদলের বিরুদ্ধে তোপ দাগেন শুভেন্দু। তিনি বলেন, ''পুলিশের অনুমতি নিয়ে সভা করছি। তবুও স্থানীয় পুলিশকে ঘটনাস্থলে দেখা গেল না। বিজেপি কর্মীরা কেউ প্রোরোচনায় পা দেননি। তৃণমূল এখন দল নেই। কোম্পানিতে পরিণত হয়েছে। ভোটের সময় পোলিং এজেন্ট দেওয়ার লোক পাবে না তৃণমূল। তৃণমূলে এখন বিনয় মিশ্রের মত তোলাবাজে ভরে গিয়েছে''।