মোদীর সভায় থাকবেন শিশিরও, ওদিকে আজ মমতার সফরের দিনেই নন্দীগ্রামে শুভেন্দু

  • মোদীর পুরুলিয়া সফরের দিনেই নন্দীগ্রামে শুভেন্দু  
  •  নন্দীগ্রামে জন সংযোগ-পথ সভা রয়েছে শুভেন্দুর
  •  কৃষক পরিবারে মধ্যাহ্ন ভোজন করবেন শিশির পুত্র 
  •  ২৪ মার্চ মোদীর সভায় থাকবেন শিশির অধিকারীও 

Ritam Talukder | Published : Mar 18, 2021 5:00 AM IST / Updated: Mar 18 2021, 10:35 AM IST


বৃহস্পতিবার মোদীর পুরুলিয়া সফরের দিনেই নন্দীগ্রামে শুভেন্দু। একদিকে যখন এদিন পশ্চিম মেদিনীপুরে সভা করবেন মমতা, তখন অন্যদিকে শাসকদলের বিরুদ্ধে নির্বাচনী প্রচারের ঝড় তুলবেন মোদী-শিশিরপুত্র। এবং বহু জল্পনার কাটিয়ে ২৪ মার্চ মোদীর সভায় আসতে চলেছেন শিশির অধিকারীও।

আরও পড়ুন, আজ ফের নির্বাচনী প্রচারে ঝড় তুলবেন ২, পুরুলিয়াতে মোদী, মেদিনীপুরের ৩ সভাতে মমতা 


বৃহস্পতিবার  বিধানসভা নির্বাচনের প্রচারে পুরুলিয়াতে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এরপর ২০ মার্চ প্রধানমন্ত্রী সভা করবেন খড়গপুরে,  ২১ মার্চ বাঁকুড়া, ২৪ মার্চ কাঁথিতে। শেষ সভা কাঁথিতে শুভেন্দুর বাবা শিশির অধিকারীর উপস্থিতি নিয়ে এতদিন ধরে চলছিল জল্পনা। ইতিমধ্যেই মোদীর সভায় আসার জন্য নিমন্ত্রণ পত্রও শিশির অধিকারীর বাড়িতে দিয়ে এসেছেন লকেট চট্টোপাধ্যায়।  শুভেন্দু বাবা শিশির অধিকারী জানিয়েছেন, ছেলের নির্দেশের অপেক্ষায় রয়েছেন। সেই মেজো ছেলে শুভেন্দু ঠিক এক সপ্তাহ আগে জানিয়েদিলেন, সব জল্পনা ধুয়ে ফেলে আগামী ২৪ মার্চ মোদীর সভায় থাকছেন শিশির অধিকারী। 

আরও পড়ুন, কে বলল আমি তৃণমূলে আছি, নিজের অবস্থান স্পষ্ট করলেন শিশির অধিকারী  

 

অপরদিকে, বৃহস্পতিবার নন্দীগ্রামকে পাখির ছোখ করে রোড শো এবং একাধিকা জনসভা রয়েছে শুভেন্দুর। এদিন সকাল ১০টা ৩০ নাগাদ সোনাচূড়া, ১১টা ৩০ নাগাদ কালীচরণপুরে জনসভা করবেন শুভেন্দু। এরপর ১২ টা ৩০ নাগাদ গোকুলনগরে এক কৃষক পরিবারে মধ্যাহ্ন ভোজন করবেন শিশির পুত্র। এরপর ২ টা ৩০ মিনিটে আমগাছিয়াতে জনসংযোগ এবং বিকেল ৪ টেয় কাঁটাবেড়িয়ায় পথসভা করে শেষ করবেন বৃহস্পতিবারের মতো বিজেপির সফর। 

 

 


 

Share this article
click me!