বিধানসভায় শপথ নিলেন নবনির্বাচিত বিধায়করা, আজ রয়েছেন রাজ-জুন মালিয়া সহ ১২ তারকা

  • নব নির্বাচিত বিধায়কদের নিয়েই শুরু শপথ গ্রহণ
  • এদিন মোট ১৪০ জনের শপথ গ্রহণ হবে 
  • বৃহস্পতিবার বিধানসভায় ২ পর্বে শপথ গ্রহণ চলবে
  •  এদিন রয়েছেন রাজ-জুন মালিয়া সহ ১২ জন তাঁরকাও 

Ritam Talukder | Published : May 6, 2021 7:31 AM IST / Updated: Jun 01 2021, 01:02 PM IST

বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য়ের নব নির্বাচিত বিধায়কদের নিয়ে শুরু  হল শপথ গ্রহণ অনুষ্ঠান। এদিন  চিরঞ্জিত-রাজ চক্রবর্তী সহ একাধিক তাঁরকা শপথ নিচ্ছেন। প্রত্যেককেই শপথ বাক্য পাঠ করাচ্ছেন প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্য়ায়। 

আরও পড়ুন, রাজ্যে মন্ত্রী তালিকায় কে কে পাচ্ছেন ঠাঁই, মমতার শপথ নিতেই মন্ত্রিত্ব নিয়ে জোর টক্কর  

 

 

 

 

এদিন বিধানসভায় দুটি পর্বে শপথ গ্রহণ চলবে বলে জানা গিয়েছে। প্রথম পর্যায় ১১ টা থেকে ১ টা পর্যন্ত শপথ গ্রহণ এবং দ্বিতীয় দফায় বেলা ২ টা থেকে ৪ পর্যন্ত শপথ গ্রহণ হবে। উল্লেখ্য , রাজ্য়ের ভোটের ফলাফলে ২৯২ টা আসনের মধ্য়ে ২১৩ টা আসনই পেয়েছে তৃণমূল। ২ মে ফলপ্রকাশের পর ৫ মে বুধবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য়ের নব নির্বাচিত বিধায়কদের নিয়েই শুরু  হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠান। এদিন মোট ১৪০ জনের শপথ গ্রহণ হবে। তাঁদের মধ্য়ে রয়েছে পার্থ চট্টোপাধ্য়ায়, শোভনদেব চট্টোপাধ্যায়, অতীন ঘোষ, শসী পাঁজা, জ্য়োতিপ্রিয় মল্লিক, মদন মিত্র সহ একাধিক হেভিওয়েট। আবার এদিন রয়েছেন রাজ চক্রবর্তী, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক সহ ১২ জন তাঁরকাও। 

আরও পড়ুন, Live Covid 19- কোভিডের মাঝেই শপথ নিলেন নব নির্বাচিত বিধায়কেরা, ওদিকে করোনায় মৃত্যু প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী 

 

 

অপরদিকে, আগামীকাল শুক্রবার শপথ নেবেন আরও ১৫১ জন জন বিধায়ক। এদিন রাজ্য়ের নব নির্বাচিত বিধায়কদের মধ্য়ে রাজ চক্রবর্তী বলেছেন, কোনও অশান্তি হবে না। অশান্তি বন্ধ করব। এখন আমার পুরোনো নয়। এখন আমার এই নতুন জগৎ। আগে কাজ শিখি। আমি কাজ শিখতে চাই। করোনা নিয়ে কাজ শুরু করে দিয়েছি। জল নিয়ে কাজ করতে হবে। অনেক ক্রাইসিস আসবে। টিম নিয়ে কাজ করব। শুভশ্রীর শুভেচ্ছা সঙ্গে আছে।'

Share this article
click me!