মদন মিত্রের সাথে দোল উৎসবে মাতলেন বিজেপির তিন সুন্দরী নায়িকা - পায়েল, শ্রাবন্তী, তনুশ্রী

  • ভোট প্রচারে দোল খেললেন মদন মিত্র 
  • সঙ্গে বিজেপির তিন অভিনেত্রী রাজনৈতিক ব্যক্তিত্ব 
  • গঙ্গাবক্ষেই তৃণমূল বিজেপির দোল উৎসব 
  • সকলেই বললেন রাজনীতি নয় আজ

বঙ্গে যখন ভোটের হাওয়া তুঙ্গে তখনই বসন্ত উৎসবে মাতলেন দুই রাজনৈতিক দলের প্রার্থীরা। গতকালই শুরু হয়েছে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের প্রথম দফা। প্রথম দিন থেকেই শুরু হয়েছে বঙ্গ রাজনীতির চাপান উতর। আর ঠিক পরদিনই দেখা গেল একমঞ্চে দোল উৎসবে মাতলেন তৃণমূল ও বিজেপির প্রার্থীরা। 

আজ সকালেই আড়িয়াদহের গঙ্গাবক্ষে দোল উৎসব পালন করতে দেখা গেল কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র, সঙ্গে বিজেপির তিন সুন্দরী নায়িকা প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জী, পায়েল সরকার এবং তনুশ্রী চক্রবর্ত্তী। এই প্রসঙ্গে মদন মিত্রের বক্তব্য,  "আজ রাজনীতির কোনো বিষয় নেই, আজ সবার রঙে রং মেলাতে হবে। আমরা যে যেখানেই থাকি না কেন আমাদের সংস্কৃতিটা বাংলারই। বাংলা বাংলার সংস্কৃতিতেই আছে 'খেলব হোলি রং দেব না তাই কখনও হয়'।পায়েল এবং শ্রাবন্তী হলেন যথাক্রমে বেহালা পূর্ব ও পশ্চিমের তারকা প্রার্থী অন্যদিকে হাওড়ায় শ্যামপুরে বিজেপির তারকা প্রার্থী হলেন তনুশ্রী চক্রবর্ত্তী। 

Latest Videos

এই সবকটি কেন্দ্রেরই ভোট এখনও বাকি, সুতরাং প্রচারের ফাঁকেই দোল উৎসব পালনে সামিল এই তারকা প্রার্থীরা। একুশের ভোটে এক ঝাঁক তারকা মুখকে সামনে এনেছেন দুই দলই, এই নিয়ে রাজনৈতিক ময়দানে লড়াইও বেশ জমে উঠেছে আর আজ সেই তাদেরই দেখা গেল এক মঞ্চে রঙের খেলায় মাততে। 

দোলের রঙে, বাংলার সংস্কৃতির রঙে রাজনীতির রঙকে মিশতে দিতে চান না দুই দলের এই প্রার্থীরা। আর সেই কারণেই একদিকে যেমন সবুজ আবির গালে মাখলেন শ্রাবন্তী, পায়েলরা। অন্যদিকে তেমনই গেরুয়া আবির গালে তুলতে একটুও অনীহা বোধ করলেন না মদনমিত্রও। 

বাংলার ঐতিহ্য নিয়ে যখন বারবার প্রশ্ন তুলেছেন বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিত্বরা, তখন দোলের দিনে সেই ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে এক নতুন ভাবমূর্তি তৈরি করলেন এই দুই দলের প্রার্থীরা।

Share this article
click me!

Latest Videos

'এটা কোন মুখ্যমন্ত্রী? হিন্দুদের দায়িত্ব মুসলিমরা নেবে, বাংলাদেশ হয়ে যাবে তো' | Suvendu Adhikari
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
সুকান্ত মজুমদারকে বিজেপির নবজাতক আখ্যা কুণালের, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত : Sukanta on Kunal
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
ED Raid Today: Kolkata-র একাধিক স্থানে ফের ED-র অভিযান! Salt Lake-এ হাজির বিশাল ইডির দল | Kolkata