বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে দল থেকে বহিস্কারের খবর ছড়িয়ে পড়তেই উচ্ছাসে মাতলেন বালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল নেতা কর্মীরা। ঢাকঢোল বাজিয়ে বাজি ফাটিয়ে মিষ্টি মুখ করলেন তাঁরা। যদিও উলটপূরাণ বৈশালীর প্রতিক্রিয়ায়।
আরও পড়ুন, 'রাজীবের কান্না আসলে নাটক', মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতেই রাজীবকে নিশানা অরুপের
তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক কৈলাশ মিশ্র জানিয়েছেন, দলের সিদ্ধান্তে খুশী বালির তৃণমূল কর্মীরা এমনকি এলাকার মানুষ। বৈশালী ডালমিয়াকে আরও আগেই দল থেকে বহিস্কার করা উচিত ছিল। কারন দলে থেকে উনি দল বিরোধী কাজ করছিলেন। দলবিরোধী মন্তব্য করেছিলেন। দেরিতে হলেও দল বৈশালী ডালমিয়াকে বহিস্কার করার যে সিদ্ধান্ত নিয়েছে তাতেই তৃণমূল কর্মীরা উচ্ছসিত।
বহিষ্কারের খবর পেতেই বালির বিধায়ক বৈশালী ডালমিয়া বলেছেন, 'আমি খুব খুশি হলাম। ভাল হল, আমাকে বিড়ম্বনায় ফেলা হল না। বলেছিলাম দলের ভিতর উইপোকারা পুরোনো কর্মীদের কাজ করতে দেয় না। তাঁদের সরিয়ে দেওয়া উচিত। নেতাদের সঙ্গে স্বচ্ছ ভাবমূতির ভোটারররাও সরে যাবে। রাজীব বা অন্য কারও মতো ব্যাখ্য়া দেওয়ার প্রয়োজন হল নাষ মানুষের জন্য়ে কাজ করব, মানুষের পাশে থাকব।'