সারদাকাণ্ডে ফের ED-র দফতরে কুণাল, 'তদন্তে সাহায্য় করব', প্রতিশ্রুতি তৃণমূল মুখপাত্রের

Published : Mar 08, 2021, 01:25 PM IST
সারদাকাণ্ডে ফের ED-র দফতরে কুণাল, 'তদন্তে সাহায্য় করব', প্রতিশ্রুতি তৃণমূল মুখপাত্রের

সংক্ষিপ্ত

সারদাকাণ্ডে ফের ইডি-র দফতরে কুণাল   সিজিও কম্পপ্লেক্সে এটা দ্বিতীয় দফার জেরা  ২০১৩ থেকে সারদা মামলার তদন্ত চলছে    'ইডিকে তদন্তে সাহায্য় করব', জানালেন কুণাল 


সারদাকাণ্ডে ফের ইডি-র দফতরে কুণাল। সোমাবার ফের  তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে সিজিও কম্পপ্লেক্সে দ্বিতীয় দফার জেরা করা হবে। সম্প্রতি চিটফান্ড কাণ্ডে কুণালকে দীর্ঘ সময় ধরে জেরা করে ইডি। এরপর ফের তলব করা হলে সোমবার ইডি-র দফতরে যান কুণাল। 

আরও পড়ুন, মঙ্গলে নির্বাচনের ইস্তাহার প্রকাশ করবে তৃণমূল, দলের সবার মতামত নিলেন মমতা 

 

 

উল্লেখ্য, এর আগে ২ মার্চ ইডি-দফতরে গিয়েছিলেন কুণাল। সেদিন তাঁকে প্রায় টানা সাড়ে ৬ ঘন্টা বসিয়ে জেরা চালায় ইডি-র অফিসারেরা। কুণালের দাবি, সুদীপ্ত সেনের চিঠি নিয়ে তদন্ত চালাক ইডি।  এই বিষয়ে তিনি সাহসের সহিত বলেন,' আইন, আইনের পথেই চলবে। ২০১৩ থেকে সারদা মামলার তদন্ত চলছে। আগে ইডিকে  তদন্তে সাহায্য় করেছি, এখনও করব। আগেও অনেক নথিপত্র দিয়েছি। আরও একবার নিয়ে যাব।'

আরও পড়ুন, রান্নাঘরে আগুন দামে জ্বালানী, নারী দিবসে মহিলাদের হাত ধরে কলকাতায় প্রতিবাদ মিছিল মমতার  

 

 

অপরদিকে, বিজেপির রোড শোতে বেরিয়ে কুণালের উপর অভিযোগ আনেন শোভনও। চিট ফান্ড কাণ্ডে কুণালের গ্রেফতারের জন্য দাবি তুলেছেন শোভন চট্টোপাধ্যায়। তিনি বলেছিলেন, 'চিট ফান্ড কাণ্ড এই লোকটির কি ভূমিকা ছিল। সে প্রকৃতপক্ষে কোনও রাজনীতিক সঙ্গে যুক্ত ছিলেন না। মমতা বন্দ্য়োপাধ্যায় তখন চিন্তা ভাবনা করে ৩ জনকে সাংসদ করেছিলেন। সেই তিন জনের মধ্য়ে এই মানুষটিও জড়িয়ে রয়েছেন।'

PREV
click me!

Recommended Stories

৩৫ বছরের যুবকের সঙ্গে নাবলিকার বিয়ের তোড়জোড়, পরিবারের বিরুদ্ধে নালিশ জানাতে থানায় কনে
Samik Bhattacharya: SIR-এর ফর্ম জমা মমতা বন্দ্যোপাধ্যায়ের, কী প্রতিক্রিয়া শমীকের?