মঙ্গলে নির্বাচনের ইস্তাহার প্রকাশ করবে তৃণমূল, দলের সবার মতামত নিলেন মমতা

  • মঙ্গলবার নির্বাচনের ইস্তাহার প্রকাশ করবে তৃণমূল 
  • মমতার নিজের বাড়ি থেকেই ইস্তাহার প্রকাশ করা হবে 
  •  নির্বাচনী ইস্তাহার তৈরীতে সকলেরই মত নিয়েছেন মমতা
  • মতামতের ভিত্তিতে তিনি একটি কমিটিও গঠন করেছেন 

Asianet News Bangla | Published : Mar 8, 2021 5:33 AM IST


মঙ্গলবার বিধানসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করবে তৃণমূল। মঙ্গলবার দুপুর ১ টায় কালীঘাটে মমতা বন্দ্য়োপাধ্যায়ের নিজের বাড়ি থেকেই ইস্তাহার প্রকাশ করা হবে। নির্বাচনী ইস্তাহার তৈরীতে সববারের মতোই মমতা সাংসদ-বিধায়ক থেকে  দলের নিচু তলার কর্মী, সকলেরই মতামত নিয়েছেন।

আরও পড়ুন, রান্নাঘরে আগুন দামে জ্বালানী, নারী দিবসে মহিলাদের হাত ধরে কলকাতায় প্রতিবাদ মিছিল মমতার 


তৃণমূল সূত্রের খবর, গত দেড় মাস ধরে ইস্তাহার তৈরীর কাজ শুরু করেছেন তৃণমূল সুপ্রমো মমতা বন্দ্য়োপাদ্যায়। প্রসঙ্গত, নির্বাচনী ইস্তাহার তৈরীতে সববারের মতোই মমতা সাংসদ-বিধায়ক থেকে  দলের নিচু তলার কর্মী, সকলেরই মতামত নিয়েছেন। কোন বিষয়ে জোর দেওয়া উচিত, বিরোধীদের মোকাবিলায় কী পদক্ষেপ নিলে ভাল হয় সহ একাধিক মতামত নিয়েছেন মমতা। সেই মতামতের ভিত্তিতে তিনি একটি কমিটিও গঠন করেছেন। এই কমিটিই চূড়ান্ত ইস্তাহার কেছে। মমতা নিজেও এই কমিটিতে ছিলেন। 

আরও পড়ুন, 'এই দলে থেকে মানুষের জন্য কাজ করা সম্ভব নয়', তৃণমূল ছাড়লেন মালদার কোঅর্ডিনেটার 

তৃণমূল সূত্রের খবর, ইস্তাহারে একাধিক বিষয়কে গুরুত্ব দিয়ে দেখেছে দলের শীর্ষ নের্তৃত্ব। এর মধ্য়ে রয়েছে বিনামূল্য়ে রেশন দেওয়া, স্বাস্থ্য-শিক্ষার মতো সমাজের সকল স্তরের প্রয়োজনীয় পরিষেবার উন্নয়ন। এছাড়াও জোর দেওয়া হয়েছে শিল্প এবং কর্ম সংস্থানের উপর।

   

Share this article
click me!