দাঁতে দাঁত চাপা লড়াই, বড়জোড়ার অতীত ভুলতে মরিয়া চণ্ডীপুরের রুপোলি পর্দার প্রার্থী 'সোহম'

  • গত সাত বছর ধরে শাসক দলের সঙ্গে রয়েছেন সোহম চক্রবর্তী
  • সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়েও চণ্ডীপুরে অসুস্থ অবস্থায় প্রচারে ব্যস্ত সোহম
  • ২০১৬ সালে তিনি পরাজিত হয়েছিলেন ১০০০-এরও কম ভোটে
  • ফের প্রার্থী হয়ে আশাবাদী তৃণমূল তারকা প্রাথী সোহম চক্রবর্তী

তাপস দাস:  কমলি নেহি ছোড়েগি। ২০১৬ সালে হেরেছিলেন, তাতে কী! এবার ফের প্রার্থী তিনি। জিতবেনই, আশাবাদী। সোহম চক্রবর্তী- তৃণমূল প্রাথী। সোহম চক্রবর্তী,রুপোলি পর্দার জনপ্রিয় মুখ। তৃণমূল কংগ্রেসে তিনি মোটেই নবাগত নন। সাত বছর হয়ে গেল তিনি শাসক দলের সঙ্গে রয়েছেন। এমনকী তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতির দায়িত্বও দেওয়া হয়েছিল তাঁকে।

আরও পড়ুন-'রাতে বোমাবাজি করেছে পাকিস্তানিরা, আমরা প্রতিরোধ করেছি', ভোটের সকালে মারাত্মক বিস্ফোরণ শুভেন্দুর...

Latest Videos

 

 

২০১৬ সালে দেওয়া হয়েছিল বড়জোড়ার টিকিট। সেবার তিনি হারেন সিপিএমের কাছে। এবারে অবশ্য একবার তিনি ইতিমধ্যেই জিতে রয়েছেন। করোনার বিরুদ্ধে। করোনাজয়ী সোহম কয়েকদিন আগে ফের জ্বরে পড়েছিলেন। তবে এবার তাঁর করোনা নেগেটিভ। আক্রান্ত হয়েছেন সোয়াইন ফ্লু-তে। শরীর দুর্বল। সেই নিয়েই ভোট প্রচারে নেমেছিলেন তিনি। এখনও চণ্ডীপুরে গ্রামীণ এলাকায় প্রচারে যাচ্ছেন, পাড়া বৈঠক করছেন। চণ্ডীপুরে বাড়ি ভাড়াও করেছেন সোহম।  

 

আরও পড়ুন-এ কী কান্ড, শাড়ি পরেই কয়লা খনিতে ঢুকলেন সায়নী, ভোটের মধ্যেই বড়সড় বিতর্কে TMC-র তারকা প্রার্থী...

 

 

সোহমের কেন্দ্রে ভোট ১ এপ্রিল। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির পুলক কান্তি গুড়িয়া। রুপোলি পর্দার মানুষ হতে পারেন, কিন্তু সাত বছর রাজনীতির সঙ্গে সংস্রবের ফলে নবাগতদের মত চমকদার কোনও প্রতিশ্রুতি বা বাইট তাঁর কাছ থেকে পাওয়া যায় না। পোড় খাওয়া তৃণমূলির মতই তিনি বলেন বিজেপির অপশাসন, রাজ্যের উন্নয়নের কথা। আর মমতা নির্ভরতার কথাও। বড়জোড়ায়, ২০১৬ সালে তিনি পরাজিত হয়েছিলেন ১০০০-এরও কম ভোটে। সোহম সে ভাগ্য পাল্টাতে চান এবার। চণ্ডীপুরে পড়ে থাকা, অসুস্থ অবস্থায় প্রচার, এসবই প্রমাণ করছে তাঁক দাঁতে দাঁত চাপা লড়াইকে।

Share this article
click me!

Latest Videos

‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)