সংক্ষিপ্ত

  • একুশের হাইভোল্টেজ নির্বাচনে আসানসোল দক্ষিণের প্রার্থী সায়নী ঘোষ
  • জামুড়িয়ার কোলিয়াড়ির ভিতরে ঢুকে নতুন বিতর্কে জড়ালেন সায়নী 
  • মাথায় হেলমেট পরে সোজা ঢুকে পড়েন কোলিয়াড়িতে
  • নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে তৃণমূল প্রার্থী সায়নীর বিরুদ্ধে

শুরু হয়ে গেল বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনে যেন পালাবদলের হিড়িক পড়েছে বিজেপি-তৃণমূলে। সকলের মধ্যে বিশেষ নজর কেড়েছেন বামপন্থী মনোভাবাপন্ন  অভিনেত্রী সায়নী ঘোষ। বামপন্থী,ঠোঁটকাটা বলে যার পরিচিতি রয়েছে টলিপাড়ায়,মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যিনি পথেও নেমেছেন একসময়ে তিনিই কিনা  মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে যোগ দিয়েছেন তৃণমূলে। শাসকদলে জোর দেওয়ার পর থেকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সায়নী ঘোষ। একুশের হাইভোল্টেজ নির্বাচনে আসানসোল দক্ষিণের প্রার্থী সায়নী। অপরদিকে বিজেপির অগ্নিমিত্রা পাল। ভোটযুদ্ধের হাড্ডহাড্ডি লড়াইয়ে কেউ কাউকে একচুল জমি ছাড়বেন না।

আরও পড়ুন-যৌন উত্তেজনা বাড়িয়ে 'প্যান্টি' খুলতে বলেছিল পরিচালক, 'নির্লজ্জ' হয়ে যা করেছিলেন প্রিয়ঙ্কা...

 

View post on Instagram
 

 

সদ্য রাজনীতিতে যোগ দিয়ে কাঠফাটা রোদে আসানসোল দক্ষিণ চষে ফেলেছেন সায়নী। কখনও শাড়ি পড়ে দৌড়াচ্ছেন, কখনও আবার মালায় ঢেকে গেছে তার মুখ। সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হলেও নিজের কাজটা ঠিকই চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। তবে এর মধ্যেই পাশের বিধানসভা কেন্দ্র জামুড়িয়ার কোলিয়াড়ির ভিতরে ঢুকে নতুন বিতর্কে জড়ালেন সায়নী ঘোষ। তৃণমূলের কর্মীদের নিয়ে ভোট প্রচারে বেরিয়ে আচমকাই নিজের বিধানসভা এলাকা ছেড়ে চলে যান জামুয়ারির পিউর সিয়ারশোল কোলিয়াড়িতে।  সেখান থেকে বির্তকের শুরু।

 

View post on Instagram
 

 

কী এমন করলেন অভিনেত্রী। ভোটের মধ্যে তাকে নিয়ে চিন্তা বাড়ছে শাসকদলে। নিজের বিধানসভা এলাকা ছেড়ে চলে যান জামুয়ারির পিউর সিয়ারশোল কোলিয়াড়িতে। সেখানে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেই ক্ষান্ত হয়নি অভিনেত্রী, মাথায় হেলমেট পরে সোজা ঢুকে পড়েন মাথায় হেলমেট পরে কোলিয়াড়িতে। কয়লা খনির ভিতরে শাড়ি পরে যাওয়ার কোনও নিয়ম নেই। নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। কেন তিনি হঠাৎ করে খনিতে ঢুকে পড়লেন তাও স্পষ্ট নয়। ইতিমধ্যেই এই নিয়ে জলঘোলা হচ্ছে শাসকদলের অন্দরে।