কলকাতায় বিবেকানন্দের বাড়িতে এলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। এসে ভূয়সী প্রশংসা করলেন তিনি স্বামীজীর। শনিবার অমিত শাহের বাংলা সফর। এদিকে তাঁর সভা ঘিরে মেদিনীপুরে সাজো সাজো রব। তবে এই সভার দিকে তাঁকিয়ে সারা বাংলা।
বিবেকানন্দের বাড়িতে এসে অমিত শাহ জানালেন, 'আমার সৌভাগ্য এবং আনন্দের বিষয় এই যে, আমি আজকে চেতনা জাগরণের জায়গায় এসেছি। এটা শুধু ভারত নয়, সারা বিশ্বের চেতনা জাগরণের স্থান। স্বামীজী তাঁর অল্প বয়েসের মধ্যেই ভারতের জ্ঞান, সংষ্কৃতি, ভারতের দর্শনকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়েছেন।' তিনি আরও বলেন শিকাগো শহরের স্বামীজীর স্মরণীয় বক্তৃতার কথাও। শাহ বলেন, 'স্বামীজী একটা কথা মধ্যে দিয়েই বিশ্ব দরবারে সনাতন ধর্ম পৌছে দিয়েছিলেন।'
উল্লেখ্য, শুক্রবার রাতেই কলকাতা পৌঁছে গিয়েছেন অমিত শাহ। কলকাতা বিমানবন্দরে নেমে তিনি নিউটাউনের হোটেলে রাত কাটান। শনিবার অমিত শাহের সভার অন্যতম আকর্ষণ হতে চলেছে শুভেন্দু অধিকারী। অপেক্ষায় সারা বাংলা, শুভেন্দুর সঙ্গে কারা কারা শনিবার বিজেপিতে যোগ দান করছে। তাই ১৯ ডিসেম্বর যে ঐতিহাসিক দিন হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।