03:56 PM (IST) Dec 19
কলকাতামুখী অমিত শাহর হেলিকপ্টার

কলকাতার উদ্দেশে রওনা দিলেন অমিত শাহ, এদিন কলকাতাতেও রয়েছে তাঁর একাধিক কর্মসূচি।

03:28 PM (IST) Dec 19
বক্তব্য রাখছেন অমিত শাহ

03:07 PM (IST) Dec 19
অমিত শাহর সভা থেকেই তৃণমূল-কে তোপ শুভেন্দু-র, কোভিডে কেউ খবর রাখেনি বলেও অভিযোগ

কোভিড ১৯ এ আক্রান্ত হয়েছি, কিন্তু তৃণমূল কংগ্রেসের কেউ খবর নেয়নি, অথচ অমিত শাহ ফোন করে খবর নিয়েছেন, বললেন শুভেন্দু। 

03:03 PM (IST) Dec 19
অমিত শাহ-র সভাতে বক্তব্য রাখছেন শুভেন্দু

02:51 PM (IST) Dec 19
তিন অঙ্কের আসনে পৌঁছতেই পারবে না তৃণমূল কংগ্রেস, দাবি মুকুল রায়-এর

রাজ্যে এবার গণতন্ত্র ফেরার পালা, বিধানসভা আসন সংখ্যা নিয়ে তৃণমূলকে কটাক্ষ মুকুল রায়ের।

02:28 PM (IST) Dec 19
সময় এসে গিয়েছে, রাজ্যের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে সঠিকের পথে, খোলা চিঠি-তে লিখলেন শুভেন্দু

খোলা চিঠিতে সঠিক সিদ্ধান্ত নিতে রাজ্যবাসী-কে আহ্বান শুভেন্দু-র, তিনি লিখেছেন, মানুষকে সিদ্ধান্ত নিতে হবে সঠিকের পথে। 

02:26 PM (IST) Dec 19
এক দশকে কোনও উন্নয়ন হয়নি, অভিযোগ শুভেন্দুর

মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ার এবং দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন শুভেন্দু, খোলা চিঠিি-তে অভিযোগ, গত ১০ বছরে কোনও কাঙ্খিত উন্নয়ন হয়নি।

02:23 PM (IST) Dec 19
তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে খোলা চিঠিতে কাঠগড়ায় তুললেন শুভেন্দু

দল যারা তৈরি করল তাঁদের অবদানকে স্বীকৃতি দেওয়া হয়নি, খোলা চিঠিতে তৃণমূল কংগ্রেসকে নিশানা শুভেন্দুর। 

02:17 PM (IST) Dec 19
অমিত শাহর সভার আগে তৃণমূলের উদ্দেশে পত্রবোমা শুভেন্দুর

২০২১-এর বিধানসভা ভোটে পরিবর্তনের ডাক শুভেন্দু-র, রাজ্যবাসীকে খোলা চিঠি শুভেন্দুর।

02:15 PM (IST) Dec 19
অমিত শাহ-র সভাতে আরও যোগদান, এক নজরে তালিকা

প্রণব বসু, অমূল্য মাইতি, রমাপ্রসাদ গিরি, তপন দত্ত, কাবেরি চট্টোপাধ্যায়, দুলাল মণ্ডল, স্নেহাশিস ভৌমিক, আকাশদীপ সিনহা, তন্ময় রায়, রঞ্জন বৈদ্য, দেব মহাপাত্র, সুকুমার দাস।

01:51 PM (IST) Dec 19
বালিঝুড়িতে কৃষক পরিবারে মধ্যাহ্নভোজে অমিত শাহ

কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ করছেেন অমিত শাহ, পরিবারের সীমিত সাধ্যের মধ্যেই হয়েছে মধ্যাহ্ন আহারের, এই আয়োজনেই নাকি খুশি অমিত শাহ, তাঁর সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ, মুকুল রায়। 

01:40 PM (IST) Dec 19
মেদিনীপুরে মহাময়া মন্দিরে পুুজো অমিত শাহ-র
01:38 PM (IST) Dec 19
বিধায়ক ও সাংসদ-রা ছাড়া তৃণমূল কংগ্রেস থেকে আর কারা যাচ্ছেন বিজেপি-তে

একনজরে- 

শ্যাম্যাপ্রসাদ মুখোপাধ্যায়, কর্নেল দীপ্তাংশু চৌধুরী, আশিস দত্ত, বাপ্পা মজুমদার, কার্তিক পাল, প্রফুল্ল বর্মণ, সত্যেন রায়, দেবাশিস মজুমদার, প্রাক্তন উপাচার্য গোপাল মিশ্র, প্রাক্তন কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়, চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, নিত্যানন্দ চট্টোপাধ্যায়, গৌতম রায়, সমীরণ মিশ্র, দেবাশিস মুখোপাধ্যায়, ইন্দ্রজিৎ দত্ত, গৌতম মাঝি। 

01:25 PM (IST) Dec 19
বিজেপি-তে যোগ দেওয়ার তালিকায় কারা কারা, দেখে নিন একনজরে

বিধায়ক- দীপালি বিশ্বাস (গাজোল), তাপসী মণ্ডল (হলদিয়া), বিশ্বজিৎ কুণ্ডু (কালনা), বনশ্রী মাইতি (কাঁথি উত্তর), অশোক দিন্দা(তমলুক), সুদীপ মুখোপাধ্যায় (পুরুলিয়া), সৈকত পাঁজা (মন্তেশ্বর), শীলভদ্র দত্ত (ব্যারাকপুর), সুকনা মুণ্ডা (নাগরাকাটা)
সাংসদ- সুনীল মণ্ডল (পূর্ব বর্ধমান)

01:16 PM (IST) Dec 19
অমিত শাহর সভায় আজ যোগ দিচ্ছেন ১০ জন বিধায়ক ও সাংসদ

বিজেপি-তে যোগ দিচ্ছেন রাজ্যে ১০ জন বিধায়ক ও সাংসদ। সিপিএম, সিপিআই, কংগ্রেস থেকে একজন করে বিধায়ক রয়েছেন এই দলে। বাকি ছয় জন তৃণমূল কংগ্রেসের। 

01:13 PM (IST) Dec 19
অমিত শাহর সভায় বিজেপি-তে যোগদানের জন্য আলাদা মঞ্চ

মেদিনীপুরে কলেজ গ্রাউন্ডে অমিত শাহ-র সভা আজ কার্যত রূপ নিয়েছে ২০২১-এর পরিবর্তনের মঞ্চ হিসাবে, আজ যে সব বিধায়ক ও সাংসদ বিজেপি-তে যোগ দেবেন তাঁদের জন্য এই মঞ্চ নির্দিষ্ট করা হয়েছে।

12:53 PM (IST) Dec 19
মেদিনীপুরের হ্যালিপ্যাডে নামতেই হাত নেড়ে শুভেচ্ছা শাহ-র

মেদিনীপুরের হ্যালিপ্যাডে নামল অমিত শাহের কপ্টার। হাত নেড়ে শুভেচ্ছা জানালেন। সারা মেদিনীপুর জুড়ে সেজে উঠেছে। মঞ্চ ঘিরে কড়া নিরাপত্তা।

 

 

 

 

 

 

 

12:52 PM (IST) Dec 19
ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ অমিত শাহর, দেখুন ভিডিও

12:47 PM (IST) Dec 19
ভিড়ে ভিড়ে ছয়লাপ মেদিনীপুর কলেজ গ্রাউন্ড
12:42 PM (IST) Dec 19
ক্ষুদিরাম বসুর মাসির বাড়িতে পুষ্পার্ঘ অর্পণ অমিত শাহর