সরকারি কর্মীচারীদের জন্য় উপহার, বড় ঘোষণা করল রাজ্য সরকার

Published : May 07, 2021, 11:03 AM ISTUpdated : Jun 01, 2021, 01:00 PM IST
সরকারি কর্মীচারীদের জন্য় উপহার,  বড় ঘোষণা করল রাজ্য সরকার

সংক্ষিপ্ত

  সরকারি কর্মীচারীদের জন্য় উপহার ঘোষণা রাজ্য সরকারের   অ্যাড হক বোনাসের ঘোষণা করল মমতার সরকার  সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত অ্য়াড হক বোনাস দেওয়া হবে  এরসঙ্গে পেনশনভোগীরা এককালীন ২,৫০০ টাকা ভাতা পাবেন 


সরকারি কর্মীচারীদের জন্য় উপহার ঘোষণা রাজ্য সরকারের। রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেই সরকারি কর্মীদের অ্যাড হক বোনাসের ঘোষণা করল মমতার সরকার। একই সঙ্গে পেনশনভোগীরা এককালীন ২,৫০০ টাকা ভাতা পাবেন। 

আরও পড়ুন, বাংলায় রাজনৈতিক হিংসার জেরে রিপোর্ট তলব কেন্দ্রের, আজই স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে রাজ্যপাল 

 


নবান্ন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, উৎসবের আগে সর্বোনিম্ন সাড়ে ৪ হাজার থেকে সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত অ্য়াড হক বোনাস দেওয়া হবে। তা আগামী ১০ মাসের মধ্যে শোধ করতে হবে সরকারি কর্মীদের। প্রতিমাসে সমানুপাতে কিস্তিতে বেতন থেকে কাটা হবে। মহার্ঘ ভাতা সহ বেতন ৩৬ হাজর থেকে ৪৫ হাজারের মধ্য়ে হলে সর্বোচ্চ ১২ হাজার টাকা অ্য়াড হক বোনাস মিলবে। মহার্ঘ ভাতা সহ বেতন ৩৬ হাজর থেকে ৪৫ হাজারের নীচে হলে ৪৫০০ টাকা অগ্রিম নিতে পারবেন সরকারি কর্মীরা। 

 

আরও পড়ুন, নবাব নগরীতে গেরুয়া ঝড়ে শোচনীয় পরাজয় TMC-র, দলীয় অন্তর্ঘাতই কি বিপদ ডেকে আনল 

 

 


অপরদিকে,  ৩১ হাজার টাকার নীচে মাসিক পেনশন হলে এককালীন আড়াই হাজার টাকা মিলবে। মুসলিম কর্মীরা ইদের আগেই এই সুবিধা পাবেন। মুসলিম ব্যতীতদের ক্ষেত্রে এই সময়সীমা ২৭ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবার।
 

PREV
click me!

Recommended Stories

Mamata Banerjee: ‘তৃণমূল বিজেপির কাছে মাথা নত করে না!’ কোচবিহারে রণহুংকার মমতার
BJP News: নিউটাউনে তৃণমূলের বাড়ল অস্বস্তি! গেরুয়া শিবিরে দুই নেতা-কর্মীর যোগদান