১৮০ বেডের হোস্টেল হবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে, ঘোষণা মন্ত্রীর

আজ বেলা ১২টা নাগাদ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে এক চা চক্রে যোগ দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন। তাঁর সঙ্গে বৈঠক করেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনিল ভুঁইমালি, রেজিস্ট্রার দুর্লভ সরকার সহ ছাত্র সংসদের সদস্যরা। 

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ১৮০ বেডের হোস্টেল ও একটি অডিটোরিয়াম নির্মাণের কথা ঘোষণা করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এর পাশাপাশি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে একটি সংখ্যালঘু হোস্টেল ও আদিবাসী হোস্টেল নির্মাণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে সুপারিশ করবেন বলেও জানিয়েছেন তিনি। 

Latest Videos

 

আজ বেলা ১২টা নাগাদ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে এক চা চক্রে যোগ দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন। তাঁর সঙ্গে বৈঠক করেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনিল ভুঁইমালি, রেজিস্ট্রার দুর্লভ সরকার সহ ছাত্র সংসদের সদস্যরা। 

আরও পড়ুন- অশোকনগরে তেলের খনি জলের তলায়, কপালে চিন্তার ভাঁজ ONGC-র

বৈঠকে বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো নিয়ে আলোচনা করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখানে ১৮০ বেডের একটি হোস্টেল ও অডিটোরিয়াম নির্মাণের প্রস্তাব পাঠিয়েছিল। সেই কাজ যাতে দ্রুত শুরু করা যায় তা তদারকি করার পাশাপাশি আগামীতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি সংখালঘু ও আদিবাসী হোস্টেল নির্মাণের প্রস্তাবও দেওয়া হয়েছে। এই কাজের জন্য মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ করবেন তিনি। 

আরও পড়ুন- প্লাবিত মেদিনীপুরের একাধিক এলাকা, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তৃণমূল কার্যালয়

আজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতৃত্বের সঙ্গেও কথা বলেন সাবিনা। অনিল ভুঁইমালি জানিয়েছেন, মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার ছিল। বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে হোস্টেল ও অডিটোরিয়াম নির্মাণের উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন মন্ত্রী। 

আরও পড়ুন- শহরের জমা জলের রহস্য ফাঁস,গার্ডেনরিচের ম্যানহোলের থেকে উদ্ধার বালির বস্তা-সিমেন্টের চাই

Share this article
click me!

Latest Videos

খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ