বর্ধমানে ২ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ পুলিশকর্মী

 

  • বর্ধমানের পালসিটে ২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা
  • পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা মারল বালিবোঝাই ট্রাক
  • দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ জন পুলিশকর্মী
  • কালীপুজোর ডিউটি সেরে ফিরছিলেন তাঁরা

কালীপুজোর ডিউটি সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। প্রাণ হারালেন চারজন পুলিশকর্মী।  সোমবার ভোরে দুর্ঘটনা ঘটল বর্ধমানের পালসিটে, ২ নম্বর জাতীয় সড়কে। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বর্ধমানের অতিরিক্ত পুলিশ।

রবিবার, কালীপুজোর রাতে ডিউটি ছিল বর্ধমানের মেমারি থানায়। পুলিশের জিপে নয়, সোমবার ভোরে লাল রংয়ের একটি গাড়িতে চেপে বর্ধমান শহরে ফিরছিলেন বাদল সরকার, অনুপ কুমার বালা, প্রবীর কুমার হাটি ও বিশ্বজিৎ সামুই নামে চার পুলিশকর্মী। সোমবার ভোরে বর্ধমানের পালসিটে দুই নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। পিছন থেকে একটি বালিবোঝাই লরি পুলিশের গাড়িটি সজোরে ধাক্কা দেয়। এতটাই জোরে ধাক্কা লাগে যে, পুলিশের গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনজন পুলিশকর্মী। গুরুতর আহত অবস্থায় আর একজনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে ওই পুলিশকর্মীকেও মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

Latest Videos

এদিকে খবর পেয়ে সোমবার সকালে পালসিটে গিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন বর্ধমানের অতিরিক্ত পুলিশ। ঘাতক লরিটিকেও আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে আকস্মিক দুর্ঘটনায় প্রিয়জনদের হারিয়ে শোকের দিশেহারা মৃত চার পুলিশকর্মীর পরিবারের লোকেরা। দোষীদের শাস্তির দাবি তুলেছেন তাঁরা। রবিবার, কালীপুজোর রাতেও দুর্ঘটনা ঘটেছে কলকাতায়। বেহালার শীলপাড়ায় তুবড়ি ফেটে মারা গিয়েছে এক শিশু। কসবাতেও তুবড়ি ফেটেই প্রাণ গিয়েছে এক পথচারীর।
 

Share this article
click me!

Latest Videos

ট্যাব কেলেঙ্কারিতে নয়া মোড়! এবার পুলিশের জালে দিনহাটার এক শিক্ষক, দেখুন | Bengal Tab Scam
'ভাইপোকে উপড়ে ফেলবো' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | BJP | TMC
মহারাষ্ট্র কাঁপালেন শুভেন্দু! সনাতনীদের এক হওয়ার নির্দেশ রাজ্য সভাপতির | Suvendu Adhikari News Today
একাই ১০০! মহারাষ্ট্রে ভোটের খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু! যা বলে দিলেন... | Suvendu Adhikari
ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News