টর্নেডোর দাপটে বিধস্ত সন্দেশখালি, ৩০ সেকেন্ডেই লণ্ডভণ্ড গোটা এলাকা

Published : Aug 19, 2022, 10:26 PM IST
টর্নেডোর দাপটে বিধস্ত সন্দেশখালি, ৩০ সেকেন্ডেই লণ্ডভণ্ড গোটা এলাকা

সংক্ষিপ্ত

শুক্রবার সুন্দরবনের সন্দেশখালি ১, নম্বর ব্লকের সরবেড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েত আচমকাই টর্নেডোর দেখা দেয়। মাত্র ৩০ মিনিটে ঝড়েই লণ্ডভণ্ড হয়ে যায় গোটা গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ শতাধিক বাড়ি। জায়গায় জায়গায় উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি, উপড়ে গিয়েছে একাধিক গাছও।   

মাত্র ৩০ সেকেন্ডেই টর্নেডো ঝড়ে বিধস্ত সুন্দরবনের সন্দেশখালি। ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়ি। বহু গাছ উপড়ে গিয়েছে বলেও জানা যাচ্ছে। ঘটনার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে সরবেড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায়। 
শুক্রবার সুন্দরবনের সন্দেশখালি ১, নম্বর ব্লকের সরবেড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েত আচমকাই টর্নেডোর দেখা দেয়। মাত্র ৩০ মিনিটে ঝড়েই লণ্ডভণ্ড হয়ে যায় গোটা গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ শতাধিক বাড়ি। জায়গায় জায়গায় উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি, উপড়ে গিয়েছে একাধিক গাছও। তৃণমূল ব্লক সভাপতি শেখ শাহজাহানের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছয় প্রতিনিধি দল। বেশিরভাগ বাড়ির টিনের চাল উড়ে যাওয়া কার্যত বাস্তু হারা কয়েকশো মানুষ। পাশাপাশি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় যথেষ্ট আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। লাখ লাখ টাকার বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে উদ্ধারকার্য শুরু করেছে। প্রায় ২০০০ ক্ষতিগ্রস্ত মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ত্রাণেরও ব্যবস্থা করা হয়েছে। শিশুদের শুকনো খাবার, যেমন গুঁড়ো দুধ, বিস্কুট দেওয়া হয়েছে। বড়দের জন্য ভাত ও খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়িগুলিকে ইতিমধ্যে ত্রিপল দেওয়া হয়েছে। 

আরও পড়ুনআরও শক্তিশালী নিম্নচাপের প্রভাব, শনিবার পর্যন্ত আবহাওয়া খারাপ থাকার পূর্বাভাস হাওয়া অফিসের
গোট বিষয়টা উত্তর ২৪ পরগনার জেলা শাসক সন্দেশখালির বিডিওকে জানানো হয়েছে। 

আরও পড়ুনইলিশের খোঁজে গিয়ে ফের বিপত্তি, ১৮ জন মৎস্যজীবী সহ নিখোঁজ ট্রলার

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ