পাওনা টাকা নিয়ে বচসার জের,ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হল এক ব্যক্তির

Published : Oct 30, 2020, 02:37 PM ISTUpdated : Oct 30, 2020, 02:40 PM IST
পাওনা টাকা নিয়ে বচসার জের,ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হল এক ব্যক্তির

সংক্ষিপ্ত

চায়ের দোকানে পাওনা টাকা নিয়ে বচসা আচমকা ছুরি বের করে পিছন থেকে কোপ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়  

মৌলিককান্তি মণ্ডল, নদিয়া-চায়ের দোকানে সবাই আড্ডা দিচ্ছিলেন। এমন সময় দুই ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে বচসা শুরু হয়। বচসা চলাকালীন আচমকা কোমর থেকে ছুরি বের করে অপর ব্যক্তির তলপেটে ছুরি মারে অভিযুক্ত। ঘটনার পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

আরও পড়ুন-'লক্ষীদেবীর পসরা সাজিয়েও এবার লক্ষীলাভ থেকে আমরা বঞ্চিত', বিষাদের সুর পটশিল্পীর গলায়

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানা এলাাকায়। জাানগেছে, মৃত যুবক বছর বত্রিশের আবদার শেখ। গুরুতর অবস্থায় প্রথমে ওই ব্যক্তিকে বেথুয়াডহরি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান তাঁর শারীরিক অবস্থার অবনতী হলে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিয়ে যাওয়ার পথে মৃত্য়ু হয় আবদার শেখের।

আরও পড়ুন-দূরপাল্লার ট্রেনে একা যাত্রা, এবার মহিলাদের নিরাপত্তার জন্য নয়া উদ্যোগ ভারতীয় রেলের

মৃতের ভাইপো মিনারুল শেখ জানান, শুক্রবার সকালে চায়ের দোকানে গিয়েছিল কাকা আবদার শেখ। সেখানে মাফুজের কাছে পাওনা টাকা দাবি করে সে। তা নিয়ে দুজনের মধ্যে তীব্র বচসা শুরু হয়। এরপরই মাফুজ কোমর থেকে ছুরি বের করে আবদারের তলপেটে চালিয়ে দেয়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।

  


 

PREV
click me!

Recommended Stories

শীতকাল ২০২৫: সবুজে মোড়া প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে নীলাভ আকাশ, এই পিকনিক স্পটে যাবেন?
মাত্র ৫ টাকায় ডিম-ভাত এবার বারুইপুর হাসপাতালে, প্রথম দিনে সঙ্গে ছিল ফুলকপির তরকারি