বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনা, আহত তিন

Published : Jul 28, 2020, 05:14 PM IST
বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনা, আহত তিন

সংক্ষিপ্ত

বিয়ে মিটে গিয়েছিল নিবির্ঘ্নেই ফেরার পথে দুর্ঘটনা কবলে বরযাত্রীরা আহত হলেন তিনজন বাঁকুড়ার সোনামুখীর ঘটনা  

বরযাত্রীর বোঝাই গাড়ির সঙ্গে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। গুরুতর আহত চারজন। বিয়ের বাড়ি সেরে ফেরার পথে দুর্ঘটনা ঘটল বাঁকুড়ার সোনামুখী শহরে। আহতদের মধ্যে একজনের অবস্থায় গুরুতর।

আরও পড়ুন: করোনা যোদ্ধাদের কুর্নিশ, বিয়ের পর থানায় গিয়ে পুলিশকর্মীদের মিষ্টিমুখ নবদম্পতির

তখন ঘড়িতে রাত দুটো। স্থানীয় নিত্যানন্দপুরে একটি বিয়ে থেকে গাড়িতে চেপে ফিরছিলেন বরযাত্রীরা। সোনামুখী শহরের চৌমাথা মোড়ে কাছে গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি লরির। সংঘর্ষে গুরুতর হন চারজন। সকলেই বরযাত্রীর গাড়িতে ছিলেন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সোনামুখী হাসপাতালে। বাকীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও, একজনের অবস্থা গুরুতর। তাঁকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

আরও পড়ুন: রাতভর প্রবল বৃষ্টিতে জলমগ্ন একাধিক এলাকা, শিলিগুড়িতে বিপর্যস্ত জনজীবন

আরও পড়ুন: পুলিশকর্তাদের সম্পত্তির হিসেব নেওয়ার সময় এসেছে, মুখ্যমন্ত্রীকে ট্যুইট ধনখড়ের

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রীতিমতো ধাওয়া করে বাঁকুড়ার বেলিয়াতোড়ের কাছে ঘাতক লরিটিকে আটক করা হয়। গ্রেফতার করা হয়েছে চালক ও খালাসি। কীভাবে দুর্ঘটনা ঘটল? তা খতিয়ে দেখছে পুলিশ।

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ