পশ্চিমবঙ্গে রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে আসছে অরভিন্দ কেজরিওয়ালের দল, জেলায় জেলায় দফতর খুলছে ‘আপ’

এর আগে দক্ষিণ কলকাতায় হালতুর গড়ফায় নতুন কার্যালয়ের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত নেতা সঞ্জয় বসু। তাঁর দাবি, আম আদমি পার্টিতে যোগ দেওয়ার জন্য বাংলার বহু মানুষ আগ্রহ দেখাচ্ছেন। 

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের প্রথম খসড়া তৈরি। দিনক্ষণ ঘোষণা হওয়ার আগে চূড়ান্ত আলোচনায় রাজ্য নির্বাচন কমিশন। আলোচনা স্থির হয়ে গেলেই ঘোষণা করে দেওয়া হবে ভোটের তারিখ। নির্বাচন হতে পারে ২০২৩-এর একেবারে শুরুতে, অর্থাৎ, জানুয়ারি মাসে। আর, তা না হলে নির্বাচন সংঘটিত হবে মার্চ বা এপ্রিল মাসে। এই পরিস্থিতিতে বঙ্গে বিভিন্ন ক্রিয়া, কর্মসূচির মাধ্যমে নিজেদের ভিত মজবুত করার কাজে লেগে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। সেই তালিকায় যুক্ত হল অরভিন্দ কেজরিওয়ালের ‘আপ’-ও।

বঙ্গ বিজেপিতে ঘোষিত হয়ে গেছে দলের কোর কমিটির নাম, চূড়ান্ত পর্বে ঘোষিত হবে রাজ্যের একেবারে শীর্ষ কর্মকর্তাদের নামও। শাসকদলের পক্ষ থেকেও চালু রয়েছে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প। পিছিয়ে নেই বামফ্রন্টও। বহুবিধ প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন সিপিএম এবং কংগ্রেসের নেতৃত্বরা। সেই তালিকাতেই সংযুক্ত হতে সারা বাংলা জুড়ে দফতর খোলার কাজ শুরু করে দিল দিল্লির ‘মাফলার ম্যান’ কেজরিওয়ালের দল ‘আপ’। দুর্গাপুজো শুরু হওয়ার দিনকয়েক আগে কলকাতায় নিজেদের দফতর খুলেছিল আম আদমি পার্টি। এ বার বঙ্গের আরও বহু জেলায় দফতর খোলার উদ্যোগ নিল আপ। তার প্রথম ধাপ হিসেবে দলীয় জেলা কার্যালয়ের উদ্বোধন করা হল উত্তর ২৪ পরগণার ডানলপে। 


 

Latest Videos

সোমবার ডানলপে  আম আদমি পার্টির কার্যালয়ের উদ্বোধন করেন জেলার ভারপ্রাপ্ত নেত্রী তুলিকা অধিকারী। তিনি বলেন, ' আমাদের লক্ষ্য দ্রুততার সঙ্গে মানুষের কাছে পৌঁছে যাওয়া। সেই জন্য জেলা জুড়ে বিধানসভাভিত্তিক দলীয় কার্যালয় তৈরি করা এবং দলের কাজের প্রসার ঘটানোর কাজ শুরু হয়েছে’। দলীয় সূত্র মারফৎ জানা গেছে, আপ-এর কার্যালয় তৈরির পাশাপাশি সদস্য সংগ্রহের কাজও চলছে একই সঙ্গে।

এর আগে, মহালয়ার আগের দিন কলকাতায় দলের রাজ্য দফতর খোলে আপ। এর পাশাপাশি মহালয়ার দিন দক্ষিণ কলকাতায় হালতুর গড়ফায় নতুন কার্যালয়ের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত নেতা সঞ্জয় বসু। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, শহর-কেন্দ্রীক নীতিতে বদল এনে গ্রাম-কেন্দ্রীয় নীতি আনা হচ্ছে। রাজ্যে ২০টি জেলায় বিভিন্ন ব্লকে তাঁদের সংগঠনও তৈরি হয়েছে। তাঁর দাবি, আম আদমি পার্টিতে যোগ দেওয়ার জন্য বাংলার বহু মানুষ আগ্রহ দেখাচ্ছেন।


 

বছর ঘুরলেই বাংলায় পঞ্চায়েত ভোট। সেই ভোটই এখন নজরে রাজনৈতিক নেতৃত্বের। সেই উদ্দেশ্যে ব্লক-ভিত্তিক সংগঠনে জোর দিতে চাইছেন আপ নেতারা। মূলত, শিক্ষা, স্বাস্থ্য এবং দ্রব্যমূল্য বৃদ্ধির মতো ইস্যুগুলোকে সামনে আনতে চাইছে কেজরিওয়ালের দল। তাঁরা মনে করছেন, পশ্চিমবঙ্গে দুর্নীতি একটা বড় ফ্যাক্টর হলেও মূল্যবৃদ্ধির চাপে সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে জর্জরিত। অথচ, রাজনৈতিক দলগুলির তা নিয়ে কোনও আন্দোলন বা বক্তব্য নেই। সেজন্য, আসন্ন পঞ্চায়েত ভোটে আম আদমি পার্টি জোর দিতে চাইছে দ্রব্যমূল্য বৃদ্ধির মতো ইস্যুগুলোতেই।

আরও পড়ুন-
‘এতটুকু ঘরে থাকেন আপনি!’, মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় এসে বিস্মিত হয়ে গেলেন বাংলার রাজ্যপাল লা গণেশান
ব্যস্ত সময়ে হঠাতই থমকে গেল হোয়াটসঅ্যাপ! মিনিট কয়েকের মধ্যে বিপাকে পড়লেন ১১ হাজার ব্যবহারকারী
‘কেষ্টদা’ এখন জেলে! তিন কোটি টাকা থেকে দেড় লক্ষে এসে ঠেকল দলীয় কার্যালয়ের কালীপুজোর বাজেট, কমল সোনার অলঙ্কারও

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

বেলডাঙায় কার্তিক পুজোয় হামলা সংখ্যালঘুদের, গর্জে উঠে যা বললেন সুকান্ত মজুমদার | Sukanta Majumdar
বিজেপির সদস্য সংগ্রহের অভিযান! বেলেঘাটায় শুভেন্দুর পাশে জনতার ঢেউ | Suvendu Adhikari News Today
ভাইরাল বেলডাঙায় সংঘর্ষের আগে চাঞ্চল্যকর এক ভিডিও, দেখুন কী বলছেন এই ব্যক্তি | Beldanga Viral Video
ছিঃ লজ্জা! CM মমতার অসন্মানজনক মন্তব্য! মমতার ভিডিও সামনে এনে শোরগোল ফেলে দিলেন Suvendu Adhikari
‘তৃণমূল বিজেপির কথা না ভেবে নিজেদের কথা ভাবুক’ বিস্ফোরক শমীক ভট্টাচার্য! দেখুন কী বললেন