অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিছিয়ে থাকা কি অব্যাহত থাকল, না কী বদলাল ভোট গণনার চিত্র

Published : May 23, 2019, 10:25 AM ISTUpdated : May 23, 2019, 10:54 AM IST
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিছিয়ে থাকা কি অব্যাহত থাকল, না কী বদলাল ভোট গণনার চিত্র

সংক্ষিপ্ত

প্রথম রাউন্ডের পর পিছিয়ে অভিষেক পরবর্তী রাউন্ডে কি বদলালো সমীকরণ

চলছে ভোট গণনা, প্রথম রাউন্ডের পর ডায়মন্ড হারবার আসনে পিছিয়ে ছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। এই আসনে তৃণমূল প্রার্থীকে ছাপিয়ে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী নিলাঞ্জন রায়। প্রথম রাউন্ডের পর ২৫০০ ভোটে এগিয়ে ছিলেন তিনি। তবে পরের রাউন্ডে চিত্র যায় পাল্টে। অভিষেক বন্দোপাধ্যায় ছাপিয়ে যান নীলাঞ্জন রায়কে। বর্তমানে ডায়মন্ড হারবার আসন থেকে এগিয়ে আছেন তিনি।  পরবর্তীতে ভোটের সমীকরণে পুনরায় বদল ঘটে পারে। কিন্তু বর্তমানে অভিষেক বন্দোপাধ্যয়ের সংগ্রহের ভোটের সংখ্যা ক্রমেই উর্ধ্বমুখী। মোট ১৯০০০ ভোটে বর্তমানে এগিয়ে অভিযেক।  ডায়মন্ড হারবারের ২০১৪ লোক সভার ফলাফলের চেনা ছবির দিকেই এগোচ্ছে বর্তমান ভোট গণনা ট্রেড, প্রথম রাউন্ডের পর খানিক অস্বস্তিতে পরলেও এখন এই আসনে তৃণমূল প্রার্থী ক্রমেই ব্যবধান বাড়িয়ে চলেছেন বিরোধী প্রার্থীর সঙ্গে। যদিও শেষ কথা বলবে অন্তিম ফলাফল। 

PREV
click me!

Recommended Stories

লোকসভায় দাঁড়িয়ে কমিশনের কাছে কেন্দ্রীয় বাহিনীর আর্জি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, দেখুন কী বলছেন
শেখ শাহজাহানকে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বলছেন