কোভিডের কোপে রক্তশূন্য রায়গঞ্জের ব্লাড ব্যাঙ্ক, সাহায্য়ের হাত এগোলেন প্রশাসনিক কর্তারা

  • রক্তের অভাব দেখা দিয়েছে রায়গঞ্জ ব্লাড ব্যাঙ্কে 
  • সাহায্যের হাত বাড়ালেন প্রশাসনিক কর্তারা
  • কোভিডেও তাঁদের বহু মানবিক ভূমিকা দেখা গেছে  
  • এবার রক্তদান শিবিরের সূচনা করেন জেলা শাসক 

Asianet News Bangla | Published : Jun 27, 2021 6:39 AM IST / Updated: Jun 27 2021, 12:12 PM IST

রক্তের অভাব রায়গঞ্জের ব্লাড ব্যাঙ্কে। অতিমারি করোনা আবহে স্বচ্ছাসেবী সংগঠন গুলির রক্তদান শিবির কমে যাওয়ায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব দেখা দিয়েছে। জেলায় রক্তের সঙ্কট মেটাতে এগিয়ে এল ডাব্লুবিসিএস এক্সকিউটিভ অফিসার এ্যাসোসিয়েশন উত্তর দিনাজপুর ইউনিট।

 

 

আরও পড়ুন, TMC কাউন্সিলরের ছেলের ফ্ল্যাটে মিলল বোমা, ক্ষোভ উগরে গ্রেফতারের দাবিতে কামারহাটিবাসী 

শনিবার রায়গঞ্জের কর্নজোড়ায় অবস্থিত জেলা ট্রেনিং সেন্টারে এই রক্ত দান শিবিরের আয়োজন করা হয়।এই শিবিরের সূচনা করেন উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মীনা। উপস্থিত ছিলেন মহকুমা শাসক অর্ঘ ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা।অতিমারি করোনা কালে সাধারণ মানুষের জন্য সর্বত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রশাসনিক আধিকারিকেরা। অতিমারি করোনা সময়ে তাঁদের বহু মানবিক ভূমিকা দেখা গেছে।  

আরও পড়ুন, BJP-কে ভোট না দেওয়ায় তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর-মারধর, তীব্র কটাক্ষ শাসকদলের 

 


করোনা সময়ের চরম রক্ত সঙ্কট দেখা দিয়েছে জেলার ব্লাড ব্যাঙ্কে। একদিকে রাজ্যজুড়ে কোভিড রুখতে চলছে কড়া বিধি নিষেধ। এহেন পরিস্থিতি এতদিন মানুষ রক্ত শিবির তো দূরের কথা, বাড়ির বাইরে পা রাখতেও আশঙ্কা করতেন। তবে এই মুহূর্তে অনেকটাই কমে এসেছে করোনাভাইরাস। তাই জেলা শাসক অরবিন্দ কুমার মীনা জানিয়েছেন, ' হাসপাতালে চিকিৎসা করতে আসা মমূর্ষ রোগীদের রক্তের জোগান অব্যাহত রাখতে এই শিবিরের আয়োজন করা হয়েছে।' 

 

আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে 

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

Share this article
click me!