বিধানসভা ভোটের আগে বাংলায় বিজেপির কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বেড়েছে। এই নিয়ে বিজেপির দিল্লির নেতাদের বহিরাগত বলে কটাক্ষ করছেন তৃণমূল নেতারা। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সাম্প্রতিক সফরেও বহিরাগত তত্ত্বকে প্রকাশ্য জনসভায় তুলে ধরেন। এই মন্তব্যের তীব্র সমালোচনা করলেন অমিত শাহ।
এক সাক্ষাৎকারে তৃণমূলের বহিরাগত তত্ত্বকে কটাক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ''ভারতীয় জনতা পার্টির প্রত্য়েক কর্মী, তিনি যদি, অসম, অরুনাচলপ্রদেশ, কেরল, গুজরাত, উত্তরপ্রদেশ, হিমাচলপ্রদেশ কিংবা জম্মু-কাশ্মীরেও হন। প্রত্যেকেই বাংলার সংস্কৃতিতে ভালবাসেন, পছন্দ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে জানিয়ে দিই, বাংলায় বিজেপির নেতৃত্ব বাঙালিই করবে। আপনাকে হারিয়ে যিনি মুখ্যমন্ত্রী হবেন, তিনিও বাঙালি মুখ্যমন্ত্রী হবেন''।
আরও পড়ুন-'অমিত শাহ আমার বড় দাদা', BJP-তে ঢুকেই তৃণমূলকে কী হুঁশিয়ারি দিলেন শুভেন্দু
পাশাপাশি, তিনি আরও বলেন, ''জেনে বুঝে বহিরাগত্ত্ব তত্ত্ব খাড়া করা হচ্ছে। এছাড়াও, অন্য কোনও ইস্যু মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কাছে নেই''। এছাড়াও, বাংলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও শাসক দলকে কটাক্ষ করেন অমিত শাহ। ডায়মন্ড হারবারে বিজেপি সভাপতির হামলার ঘটনায় নিয়ে শাসকদল তৃণমূলের তীব্র কটাক্ষ করেন তিনি।