মমতার পদত্যাগের দাবি, সিবিআই তদন্ত চেয়ে আনিস খুনে বিক্ষোভ মিছিল এবার মালদহে

 ক্রমশ ঘনীভূত হচ্ছে আনিস খান হত্যাকাণ্ডের রহস্য। কারা আনিসকে মারলো, কাদের নির্দেশে মারা হল, জোরালো হচ্ছে এই প্রশ্ন গুলো, এবার সিবিআই তদন্তের সঙ্গে পুলিশমন্ত্রীর পদত্যাগের দাবিও তুলল মালদহে ছাত্র-সমাজ।

 

মালদহ- তনুজ জৈনঃ- আনিস হত্যাকাণ্ডের (Anis Khan Murder Case) প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভ মিছিল এবার মালদহে। উল্লেখ্য, ক্রমশ ঘনীভূত হচ্ছে আনিস খান হত্যাকাণ্ডের রহস্য। কারা আনিসকে মারলো, কাদের নির্দেশে মারা হল, জোরালো হচ্ছে এই প্রশ্ন গুলো।সিবিআই তদন্তের সঙ্গে পুলিশমন্ত্রী  মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) পদত্যাগের দাবিও তুলল ছাত্র-সমাজ।

রাজ্য প্রশাসক এই হত্যাকাণ্ডে  নিরপেক্ষ তদন্ত করুক

Latest Videos

ইতিমধ্যে রাজ্য-সরকার তদন্তের জন্য সিট গঠন করেছে। কিন্তু কলকাতার রাজপথ থেকে জেলায় জেলায় সিবিআই তদন্তের দাবিতে চলছে আন্দোলন। প্রতিবাদী ছাত্র নেতা হত্যা-কাণ্ডে পুলিশকে দোষী সাব্যস্ত করেছে রাজ্যবাসী সহ একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা। রাজ্য-জুড়ে প্রতিবাদ জানিয়েছে ছাত্র-সমাজ। এবার এই প্রতিবাদের প্রতিফলন দেখা গেল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এলাকায়।হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কলেজ ইউনিভার্সিটি তে পাঠরত কয়েকশো ছাত্র- ছাত্রী হরিশ্চন্দ্রপুরে একটি প্রতিবাদ মিছিল করে। আনিস হত্যাকারীদের শাস্তি চাই এই দাবিতে মুখরিত হয়ে ওঠে হরিশ্চন্দ্রপুরের প্রধান সড়ক। হরিশ্চন্দ্রপুর গোপাল কেডিয়া মোড় থেকে এলাকার ছাত্র-ছাত্রীরা মিছিল শুরু করে। এই প্রতিবাদ মিছিল হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন ব্যস্ততম এলাকা পরিদর্শন করে শহীদ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে এলাকার ছাত্র-ছাত্রীরা একটি বিক্ষোভ সমাবেশ করেন। সেখানে দাবি ওঠে' 'অবিলম্বে রাজ্য প্রশাসক এই হত্যাকাণ্ডে  নিরপেক্ষ তদন্ত করুক।'

আরও পড়ুন, আনিস খুনের প্রতিবাদে উত্তাল আমতা থানা, গার্ডরেল তুলে ছুড়ে ফেলল বিক্ষোভকারীর দল

কোনও মায়ের কোল খালি হবে না

উল্লেখ্য শুক্রবার গভীর রাতে পুলিশের পোশাকে কয়েকজন তাঁর বাড়িতে যায় পুলিশের ছদ্মবেশে অভিযোগ পরিবারের। এরপর তাঁর বাড়ি ঢুকে চার দুষ্কৃতী ছাদে নিয়ে গিয়ে তাঁকে ধাক্কা দেয় বলে অভিযোগ পরিবারের। তারপর থেকে রাজ্য তোলপাড় হয়ে ওঠে এই হত্যা-কাণ্ডের বিরুদ্ধে।নিন্দায় সরব হন বুদ্ধিজীবী সমাজ। এই মিছিলে অংশগ্রহণ কারী বিশ্ববিদ্যালয় ছাত্র শহিদুল ইসলাম জানান, 'রাজ্য-জুড়ে তৃণমূল সরকারের পুলিশ স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা চালাচ্ছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ করি।অবিলম্বে দাবি জানায় নিরপেক্ষ তদন্তের। প্রশাসন ও নেতাদের কাছে অনুরোধ প্রতিবাদীদের কন্ঠরোধ করার চেষ্টা না করে প্রতিবাদীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করার চেষ্টা করুন।তাতে কোনও মায়ের কোল খালি হবে না। ফলে দেশ সুষ্ঠ থাকবে,রাজ্য শান্তি থাকবে শহর ভালো থাকবে জনগণ ভালো থাকবে।দেশের গণতন্ত্র ঠিক থাকবে।'এদিকে আজকের এই ছাত্রদের বিক্ষোভ মিছিলকে হরিশ্চন্দ্রপুর পুলিশের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। হরিশ্চন্দ্রপুরে অশান্তি এড়াতে আইসি সঞ্জয় কুমার দাসের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন এলাকায় মোতায়েন ছিল।

আরও পড়ুন, 'আমার স্বামীকে ফাঁসানো হয়েছে', আনিস খুনে সিবিআই তদন্তের দাবি ধৃত পুলিশের স্ত্রী-র

আরও পড়ুন, 'রাস্তা আটকে আন্দোলন বরদাস্ত করবো না', আনিস খুনের কাণ্ডে কড়া বার্তা মমতার

পুলিশ মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পদত্যাগের দাবি

ইতিমধ্যে আনিস খান হত্যা-কাণ্ডে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন আমতা থানার কনস্টেবল এবং সিভিক ভলেন্টিয়ার। কিন্তু আনিসের পরিবারের এখনও পর্যন্ত সিবিআই তদন্তে অনড়। আর এদিন হরিশ্চন্দ্রপুরের এই ছাত্র মিছিল থেকে সেই দাবি উঠলো। রিজওয়ানুর হত্যা-কাণ্ডের কথা স্মরণ করিয়ে তারা মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করল। এমনকি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পদত্যাগ দাবি করে। এক কথায় এই মুহূর্তে আনিস হত্যা-কাণ্ড নিয়ে সরগরম রাজ্য- রাজনীতি।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari : ছোট্ট অস্মিকার পাশে এবার শুভেন্দু অধিকারী, দেখুন কী বলছেন তিনি
‘Mamata Banerjee West Bengal-কে জঙ্গিদের হাতে তুলে দিতে চান’ মমতাকে চরম তুলোধোনা Suvendu Adhikari-র
মমতার খেলা ধরে ফেললেন শুভেন্দু | Suvendu on Mamta #shorts #suvenduadhikari #mamatabanerjee
'এখন থেকেই ব্যাগ গোছান, ২৬-এ ওরা ক্ষমতায় আসলে...' চরম সত্যটা বলে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari |
'৭০ ভাগ হিন্দুদের এক হতে হবে, তাহলেই সিদ্দিকুল্লা-ফিরহাদদের স্বপ্ন শেষ!' | Suvendu Adhikari | BJP