মুর্শিদাবাদে করোনা রোগীদের পাশে অরিজিৎ, দান করলেন চিকিৎসা সরঞ্জাম

Published : Jun 14, 2021, 09:29 PM IST
মুর্শিদাবাদে করোনা রোগীদের পাশে অরিজিৎ, দান করলেন চিকিৎসা সরঞ্জাম

সংক্ষিপ্ত

করোনা রোগীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অরিজিৎ সিং কোভিড রোগীদের সাহায্যে চিকিৎসা সরঞ্জাম দান করলেন জেলা স্বাস্থ্য দফতরের হাতে অক্সিজেন কনসেনট্রেটর তুলে দেন মুর্শিদাবাদের রোগীদের সাহায্য করছেন তিনি

জন্ম হয়েছিল মুর্শিদাবাদে। তবে কাজের সূত্রে দীর্ঘদিন মুম্বইতে থাকেন তিনি। কিন্তু, তা হলেও নিজের জেলার মানুষের কষ্ট কোনওভাবেই দেখতে পারেন না। আর সেই কারণেই করোনা পরিস্থিতির মধ্যে সেই জেলার মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন অরিজিৎ সিং। করোনা রোগীদের সাহায্যের জন্য সোমবার জেলা স্বাস্থ্য দফতরের হাতে অক্সিজেন কনসেনট্রেটর-সহ চিকিৎসা সরঞ্জাম তুলে দিয়েছে অরিজিতের স্বেচ্ছাসেবী সংস্থা ধৃতি ফাউন্ডেশন।

আরও পড়ুন- লকডাউন শিথিল হতেই শুটিং ফ্লোরে, কাজে ফিরলেন অমিতাভ

সূত্রের খবর, বহরমপুরে ধৃতি ফাউন্ডেশনের তরফে ৫টি হাই ফ্লো নেজাল অক্সিজেন মেশিন এবং ১০টি অক্সিজেন কনসেনট্রেটর স্বাস্থ্য দফতরকে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ জেলার মুখ্য় স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাসের অফিসে গিয়ে তাঁর হাতে ওই মেশিনগুলি তুলে দেন সংস্থার আধিকারিকেরা। অরিজিতের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রশান্ত বিশ্বাস। 

সদ্য তিনি মাকে হারান অরিজিৎ। হাজার চেষ্টাতেও শেষ রক্ষা হয়নি। অনেক চেষ্টা করেও মাকে বাঁচাতে পারেননি তিনি। এরপরই করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কয়েকদিন আগেই মুর্শিদাবাদের মেডিকেল কলেজে পাঁচটি নেজাল অক্সিজেন মেশিন দান করেছেন, যাতে সাধারণ মানুষের এই করোনার সময় খানিক হলেও সুবিধে হয়। কিন্তু, গ্রামের মধ্যে সব ধরনের পরিষেবা পাওয়া যায় না। আর সেই কারণেই সাধারণ মানুষের সাহায্যের জন্য কনসার্ট করে টাকা রোজগারের চেষ্টা করেন তিনি।

আরও পড়ুন- সম্পূর্ণ অচেনা-অজানা দুটি মানুষ, একটা ছবি, বাকিটা আজ স্মতি, সুশান্তের প্রতি কৃতির খোলা চিঠি

সম্প্রতি অনলাইনে কনসার্ট করেন অরিজিৎ। সেই কনসার্টের মাধ্যমে যে টাকা আসবে তা গ্রামের মানুষের হাতে তুলে দেবেন বলে ঠিক করেন। এভাবেই একাধিকবার করোনা রোগীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন গায়ক। আর কুড়িয়ে নিচ্ছেন প্রশংসা। 

PREV
click me!

Recommended Stories

সোম-মঙ্গল ২ দিনের ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, কোচবিহারে ঠাসা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের
Today Live News: Share Market Today - সোমবারের বাজার প্রাথমিক লেনদেনে স্থিতিশীল থাকার সম্ভাবনা! আজ নজরে রাখুন এই ৮ স্টক