'মমতা মনোনীত প্রার্থী হওয়াটাই জয়ের জন্য যথেষ্ট', আত্মবিশ্বাসী শত্রুঘ্ন, কেন সবার নজর আসানসোলে

'মমতার বন্দ্য়োপাধ্যায়ের মনোনীত প্রার্থী হওয়াটাই জয়ের জন্য যথেষ্ট', মঙ্গলবার আসানসোল লোকসভা উপনির্বাচনের দিনে বার্তা তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার। বিজেপির হয়ে এবার লড়াই করছেন অগ্নিমিত্রা পাল। 

'মমতার বন্দ্য়োপাধ্যায়ের মনোনীত প্রার্থী হওয়াটাই জয়ের জন্য যথেষ্ট', মঙ্গলবার আসানসোল লোকসভা উপনির্বাচনের দিনে বার্তা তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার। আসানসোল জিটি রোডের দুর্গা মন্দির এলাকায় একটি হোটেলে রয়েছে এই তারকা প্রার্থী। সূত্রের খবর ভোটের আগের রাতে দলীও নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করেছে শত্রুঘ্ন সিনহা। আজ ৮ টার পর ভোট পর্ব কেমন চলছে , তা ঘুরে দেখবেন বলে জানা গিয়েছে। আসানসোল লোকসভা উপনির্বাচনে বিজেপির হয়ে এবার লড়াই করছেন অগ্নিমিত্রা পাল।

কেন সবার নজর আসানসোলে ?

Latest Videos

 প্রসঙ্গত, রাজ্যে জোড়া উপনির্বাচনের দিনে সবার নজর আসানসোল লোকসভা কেন্দ্রে। তার অন্যতম কারণ এই লোকসভা আসনে কোনও দিনও সিট পায়নি তৃণমূল। বামেদের থেকে বিজেপি নিয়েছে এই আসন। দোলা সেন, মুনমুন সেনের মতো দুই প্রার্থীই দুবার বিজেপিতে থাকাকালীন বাবুল সুপ্রিয়োর কাছে হেরে গিয়েছেন। তবে কেন্দ্রীয় মন্ত্রিত্ব যাবার পর অনেক জলঘোলা শেষে বিজেপি সংসদ পদ ছেড়ে তৃণমূলে যোগ দেন বাবুল। ঘটনাচক্রে দুবারের সেই আসানসোল জয়ী বাবুল এবার বিজেপির বিরুদ্ধেই লড়বেন বালিগঞ্জ উপানির্বাচন থেকে। এবং তাঁর ছেড়ে যাওয়া আসনে তৃণমূলের হয়ে বিজেপির বিরুদ্ধে লড়বেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা।তবে যার জন্য পায়নি, সেই দুইবারের জয়ী বিজেপি সংসদও এখন শিবির বদল করেছেন। আছেন এখন তৃণমূলে। টুইস্টইটা এখানেই।

আরও পড়ুন, Live By-Elections আসানসোল ও বালিগঞ্জ কেন্দ্রে আজ উপনির্বাচন, ভোট দিতে লাইন মানুষের 

দিল্লির সাঁকোই কি আসানসোল ?

কিন্তু আরও বড়বিষয়টা হচ্ছে, আসানসোল লোকসভা উপনির্বাচনের আগে একুশ সালে হওয়া রাজ্য বিধানসভা নির্বাচন থেকে শুরু করে কলকাতা পুরভোট-সহ ১০৮ পুরভোট সবেতেই একচেটিয়া বাজিমাত করেছে সেই তৃণমূল। তবে শুধুই জয় নয়, বিরাট সংখ্যার ব্যবধানে জয় এনেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। তাই রাজ্যের প্রায় সবজায়গাতেই সবুজ আবিরে পরিপূর্ণ , এবার দিল্লির মসনদে বসার লক্ষ্য়ে তৃণমূল। তার অন্যতম সাঁকোই বলা যেতে পারে আসানসোল লোকসভা উপনির্বাচন। তাই আবারও কি ধারাবাহিক গেরুয়া রঙই বজায় থাকবে, নাকি এবার হবে বদল, প্রহর গুণছে আসানসোলবাসী।

বিস্তারিত আসছে...

Share this article
click me!

Latest Videos

দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today