হামলা বিজেপি কর্মীর ওপর, দিনে দুপুরে সামনে থেকে গুলি , উত্তাল ভাটপাড়া

Published : Jun 28, 2021, 05:31 PM IST
হামলা বিজেপি কর্মীর ওপর, দিনে দুপুরে সামনে থেকে গুলি , উত্তাল ভাটপাড়া

সংক্ষিপ্ত

ফের হামলা বিজেপি কর্মীর ওপর প্রকাশ্য দিবালোকে ভাটপাড়ায় চলল গুলি আহত হন রাজু সাউ নামে এক যুবক পুরোনো বিবাদ ঘিরে বচসা থেকে গুলি 

প্রকাশ্য দিবালোকে ভাটপাড়ার ১৮ নং ওয়ার্ডে চলল গুলি, আহত এক যুবক। আহত যুবকের নাম রাজু সাউ, বয়স ৩৫ বছর। স্থানীয় সূত্রে খবর রাজু এলাকার সক্রিয় বিজেপি কর্মী। সে জুটমিলের শ্রমিক। সোমবার পাড়ার কলে জল ভরতে গেলে তাকে গুলি করা হয়। অভিযোগ, তারই প্রতিবেশী রাজা আনসারীর সাথে পুরোনো শত্রুতাকে কেন্দ্র করে বচসা শুরু হয়, এই ঘটনাতেই তাকে গুলি করে হত্যার চেষ্টা করে রাজা। 

আরও ১৫ দিন বাড়ল লকডাউনের বিধিনিষেধ, নবান্নে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

আহত অবস্থায় রাজুকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে কল্যাণী মেডিকেল কলেজ স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছন সাংসদ অর্জুন সিং। তিনি পুলিশি নিষ্ক্রিয়তার দাবি করেন। তিনি জানান পুলিশ ঘটনার একঘন্টা পরে ঘটনাস্থলে পৌঁছয়। জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তিনি আধিকারিকদের ওপরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। 

পরপর জঙ্গি হামলা জম্মু কাশ্মীরে, স্পেশাল পুলিশ অফিসারের পরিবারকে গুলি করে খুন

হামলার নয়া ধাঁচ পাক জঙ্গিদের, ভারতে এই প্রথম ড্রোন হামলা জম্মু বিমান বন্দরে

তবে স্থানীয় তৃণমূল নেতা সঞ্জয় সিংয়ের বক্তব্য, ঘটনাটি সম্পূর্ণ অরাজনৈতিক। এই ঘটনা নিছকই দুই বন্ধুর ঠাট্টা মজার ছলে ঘটেছে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। 

PREV
click me!

Recommended Stories

Today live News: এখনও নির্যাতিতার তরফে কোনও অভিযোগ নেই! আদৌ কি টিঁকবে কর্ণাটকের ডিজিপি রামচন্দ্র রাও মামলা?
Weather Update: বেলা বাড়লেই লাফিয়ে চড়ছে পারদ, ঠান্ডা আর কদিন বাংলায়? রইল লেটেস্ট আপডেট