খুনের তারিখ-সময় লেখা মাওবাদী নামাঙ্কিত হুমকি চিঠি, আতঙ্কে দিন কাটছে প্রধান শিক্ষিকার

প্রতিদিনের মতই নিয়ম করে মঙ্গলবার স্কুলে গিয়েছিলেন প্রধান শিক্ষিকা। কিন্তু, স্কুলে যেতেই হাতে একটি চিঠি পান। মঙ্গলবার স্কুলে পোস্ট অফিসের মাধ্যমে প্রধান শিক্ষিকার নামে এই চিঠিটি পৌঁছায়। আর সেই খাম খোলার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে তাঁর চোখে মুখে। 

প্রধান শিক্ষিকাকে (Head Mistress) মাওবাদীদের (Maoist) নামে চিঠি দিয়ে প্রাণনাশের হুমকি (Threat Letter) দেওয়ার অভিযোগ উঠল বাঁকুড়ায় (Bankura)। মঙ্গলবার বাঁকুড়ার বিষ্ণুপুরের শিবদাস সেন্ট্রাল গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা মধুমিতা কুণ্ডুর কাছে স্পিডপোস্টে (Speed Post) একাধিক হুমকি চিঠি আসে। সেই চিঠিতে লেখা রয়েছে, "ঘুষ নেওয়ার অপরাধে ২৮ ফেব্রুয়ারি আপনার মুন্ডু কাটা হবে।" আর এই চিঠি হাতে পেয়ে আতঙ্কের মধ্যে দিন কাটছে ওই শিক্ষিকার (Teacher)। 

প্রতিদিনের মতই নিয়ম করে মঙ্গলবার স্কুলে (School) গিয়েছিলেন প্রধান শিক্ষিকা। কিন্তু, স্কুলে যেতেই হাতে একটি চিঠি পান। মঙ্গলবার স্কুলে পোস্ট অফিসের (Post Office) মাধ্যমে প্রধান শিক্ষিকার নামে এই চিঠিটি পৌঁছায়। আর সেই খাম খোলার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে তাঁর চোখে মুখে। কী করবেন কিছু ভেবেই পাচ্ছিলেন না। কারণ সেই চিঠিতে লেখা রয়েছে, 'আগামী ২৮ ফেব্রুয়ারি তোলা ও ঘুষ নেওয়ার অপরাধে আপনার মুণ্ডু নেওয়া হবে।' অন্য আর একটি কাগজে সেই একই কথা লিখে রাখা রয়েছে ইংরেজিতে। দুটি কাগজেই রাত দেড়টার কথা উল্লেখ করা হয়েছে। ওই খামের মধ্যে দুটি কাগজ ছিল। দুটি কাগজেই রাত দেড়টা সময়ের উল্লেখ রয়েছে। সাদা কাগজের উপর লাল কালীতে (Red Ink) লেখা এই দুটি কাগজের নিচে ইংরাজিতে লেখা রয়েছে মাওইস্ট। 

Latest Videos

আরও পড়ুন- মোবাইল চেয়ে নোটিস, মোবাইল দিতে হলে আদালতে দেব, সাফ জানিয়ে দিল আনিসের পরিবার

খামের উপরের অংশে প্রেরকের নাম হিসেবে লেখা রয়েছে কিসান মান্ডি। ঠিকানা রয়েছে খড়গপুরের কৌশলায়। ওই প্রধান শিক্ষিকার দাবি, চিঠিটি পোস্ট করা হয়েছে মেদিনীপুর (Midnapore) থেকে। তবে এটাই প্রথমবার নয়, এর আগেও এই ধরনের চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন মধুমিতা কুণ্ডু। তবে কে বা কারা এই চিঠি পাঠিয়েছে তা এখনও পরিষ্কার নয়। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত (Investigation) শুরু করেছে বিষ্ণুপুর পুলিশ। এদিকে বারবার স্কুলের ঠিকানায় এই ধরনের খুনের হুমকি চিঠি আসায় স্বাভাবিক ভাবেই দুশ্চিন্তায় ওই প্রধান শিক্ষিকা ও তাঁর পরিবারের সদস্যরা।

আরও পড়ুন- হেঁসেলে গিয়ে করলেন রান্না, কেউ আবার ভোটারের বাড়িতে খেলেন চপ-মুড়ি, অভিনব প্রচার বাঁকুড়ায়

মধুমিতাদেবী বলেন, “আমি স্কুলে যাওয়ার পরে এক স্টাফ দেখলাম আমার হাতে ওই মুখ বন্ধ করা খাম দেন। পরে খুলে দেখি এমন খুনের হুমকি চিঠি। এরপর গোটা বিষয়টি পুলিশকে জানাই। পাঁচদিন পরে ফের আবার এমন হুমকি চিঠি এল আমার কাছে। একই বিষয় ইংরাজি এবং বাংলা দুটিতেই লেখা।”

আরও পড়ুন- বাড়ি বাড়ি মাংস বিলি করে প্রচারের অভিযোগ, ভিডিও ভাইরাল হতেই বিপাকে বিজেপি

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
অসমে অ্যাকশন শুরু! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ | Murshidabad Latest News | Bangla News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন