সংক্ষিপ্ত

ঘটনার তদন্ত করতে মঙ্গলবার সন্ধ্যায় মৃত ছাত্র নেতা আনিস খানের (Anis Khan)বাড়িতে গেল সিটের সদস্যরা। জানা গিয়েছে, তদন্তকারী আধিকারিকরা একটি নোটিস দেন আনিসের বাবাকে। সেই নোটিশে (Notice), তদন্তের স্বার্থে আনিসের মোবাইলটি (Mobile) পুলিশকে দেওয়ার কথা উল্লেখ আছে।

হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) মৃত্যু রহস্য নিয়ে এখনও জলঘোলা হচ্ছে। সম্প্রতি, এই ঘটনায় হস্তক্ষেপ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সিদ্ধান্ত নিলেন তদন্তকারী দল বা স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম (সিট) গঠনের। মুখ্যমন্ত্রীর আশ্বাস এতে নিরপেক্ষ তদন্ত হবে। আগামী ১৫ দিনের মধ্যে সিট তাদের তদন্তের রিপোর্ট (Report) জমা দেবে বলেও, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

মুখ্যমন্ত্রীর কথার ওপর ভরসা রেখে তাঁর সঙ্গে দেখা করতে নবান্নে যাওয়ার কথা ছিল, আনিস খানের(Anis Khan) বাবা ও দাদার। কিন্তু, শারীরিক অসুস্থতার জন্য তা হয়ে ওঠেনি। তদন্তকারী দল বা স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম (সিট) গঠন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ‘সরকার নিরপেক্ষ তদন্ত করবে। আমি যদি দোষী হই, আমাকেও ছাড়বে না। আমি রাফ অ্যান্ড টাফ এসব ব্যাপারে। এসব ঘটনা কখনওই পছন্দ করি না।’

এদিকে ঘটনার তদন্ত করতে মঙ্গলবার সন্ধ্যায় মৃত ছাত্র নেতা আনিস খানের (Anis Khan)বাড়িতে গেল সিটের সদস্যরা। জানা গিয়েছে, তদন্তকারী আধিকারিকরা একটি নোটিস দেন আনিসের বাবাকে। সেই নোটিশে (Notice), তদন্তের স্বার্থে আনিসের মোবাইলটি (Mobile) পুলিশকে দেওয়ার কথা উল্লেখ আছে। এর পরিপ্রেক্ষিতে তাঁর বাবা জানান, মোবাইল (Mobile) তারা পুলিশকে দেবেন না। দিলে তা সিবিআই (CBI) বা আদালতে (Court) দেবেন।     

মঙ্গলবার সন্ধ্যায় তদন্তকারী দল বা স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম (সিট)-এর সদস্যরা মৃত ছাত্র নেতা আনিস খানের (Anis Khan)বাড়িতে যান। সেখানে প্রায় দশ মিনিট মতো ছিলেন তারা। তদন্তের স্বার্থে আনিসের মোবাইল চান। তদন্তকারী আধিকারিকরা একটি নোটিস দেন আনিসের বাবাকে। কিন্তু, আনিসের (Anis Khan)পরিবারের পক্ষ থেকে এই বিষয় সাফা জানিয়ে দিয়েছেন তাদের বক্তব্য। পরিবারের সদস্যরা আনিসের ফোন দিতে নারাজ। তাদের দাবি, ফোন দিলে পুলিশ আনিসকেই অপরাধী বানিয়ে দেবে। আনিসের বাবা বলে, ‘মোবাইল দিতে বলে আদালতের হাতেই দেবে।’ 

এদিকে সোমবার আনিসের বাড়িতে যান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী পুলক রায় (Pulak Roy)। সেখানে তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হয়। সোমবার দিনভর কলকাতার রাজপথে মিছিল হয়। সকলেই দাবি করেছে ছাত্র নেতার হত্যাকারীরা শাস্তি পাক। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী ২৪ ফেব্রুয়ারি মামলার শুনানি। এরই মাঝে তদন্ত চালাচ্ছে স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম (সিট)।    

আরও পড়ুন: আনিস হত্যায় ফুঁসছে ছাত্র সমাজ, বুধের বিকালেই যাদবপুরে মশাল মিছলের ডাক

আরও পড়ুন: নজিরবিহীন, এক ঝটকায় তৃণমূলের বিক্ষুব্ধ দুই ডজনের অধিক নির্দল প্রার্থীকে পাকাপাকি বহিষ্কার

আরও পড়ুন: অফলাইনে হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক, স্পর্শকাতর কেন্দ্রে বসছে সিসিটিভি ক্যামেরা