বিধাননগরে প্রয়াত সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের নামে পড়ল ভোট, অভিযোগ বামেদের

বিধাননগরের পুরভোটে প্রয়াত সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের নামে পড়ল ভোট,। গুরুতর অভিযোগ উঠল বিধাননগরে। শিল্পীর মৃত্যুর পর পেরিয়েছে গিয়েছে ৪ বছর, তারপর কী করে সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের নাম ভোটার তালিকায় উঠল, প্রশ্ন উঠেছে। 

বিধাননগরের পুরভোটে ( Bidhannagar Municipal Corporation Election 2022)  প্রয়াত সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের (Late Dwijen Mukherjee)  নামে পড়ল ভোট। গুরুতর অভিযোগ উঠল বিধাননগরে। শিল্পীর মৃত্যুর পর পেরিয়েছে গিয়েছে ৪ বছর। তারপর কী করে সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের নাম ভোটার তালিকায় উঠল, প্রশ্ন উঠেছে। তবে শুধু দ্বিজেন মুখোপাধ্যায়ই নন, আরও এক প্রয়াত ব্যক্তির নামে ভোট পড়েছে বলে বামেদের অভিযোগ।

বিধাননগরের ৩৩ নং ওয়ার্ডের বাসিন্দা প্রয়াত সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। ২০১৮ সালে তিনি প্রয়াত হন। এদিকে শনিবারের বিধাননগর পুরভোট ২০২২ এ  ৩৩ নং ওয়ার্ডের কমিউনিটি হলে  প্রয়াত সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের নামেই পড়ল ভোট। ঘটনায় অবাক  দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবার। মৃত্যুর পরেও কী করে সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের নাম ভোটার তালিকায় উঠল এবং কীভাবেইবা সবার নজর এড়িয়ে ভোট পড়ল প্রশ্ন উঠেছে। অভিযোগ শনিবার সকালে ভোটপর্ব চলাকালীন ৩৩ নং ওয়ার্ডের ওই ভোট কেন্দ্রে কয়েকজন বহিরাগত ঢুকে ভোট দিতে শুরু করে দেন বলে অভিযোগ। এলাকার বাম নের্তৃত্বের দাবি, ওই সময়েই প্রয়াত সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের নামে ভোট দিয়ে দেওয়া হয়।

Latest Videos

আরও পড়ুন, বিধাননগরে ভোট চলাকালীন বুথের ভিতরেই তৃণমূল-বিজেপি প্রার্থীর মধ্যে হাতাহাতি, অভিযোগ ওড়াল শাসকদল

বিধাননগর ৩৩ নং ওয়ার্ডের বাম প্রার্থী বাসব বসাক অভিযোগ করে জানিয়েছেন, প্রয়াত সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের সিরিয়াল নং ১৭৪ ছিল। কীকরে মৃত্যুর চার বছর পেরিয়ে যাওয়ার পরেও এমন ঘটনা ঘটল, প্রশ্ন তুলেছে বামেরা। সিপিএমের তরফে বিধাননগর ১ নং এলাকা কমিটির সম্পাদক বুম্বা মৈত্র দাবি জানিয়েছেন যে, শনিবার সকালেই ওই ভোট কেন্দ্রে ভোট দিতে থাকেন কয়েকজন বহিরাগত। সেই সময় সকল সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল বলেও অভিযোগ সিপিএমের। আর ঠিক তখনই একজন সিরিয়াল নং ধরে ডাকছিলেন এবং একজন করে ভোট দিচ্ছিলেন। এমনি সময় লক্ষ করা হয় যে   প্রয়াত সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের নামও ডাকা হয় বলে অভিযোগ বুম্বা মৈত্রের। তবে শুধু দ্বিজেন মুখোপাধ্যায়ই নন, আরও এক প্রয়াত ব্যক্তির নামে ভোট পড়েছে বলে বামেদের অভিযোগ। অভিজিৎ মণ্ডল বলে প্রয়াত আরও এক ব্যক্তির নামেও ভোট পড়েছে বিধাননগরে বলে অভিযোগ।

আরও পড়ুন, পুরভোটের লাইনে প্রার্থীর চোখ পড়তেই পালাল 'ভুয়ো ভোটার', ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিধাননগরে

প্রসঙ্গত, বিধাননগরে ভোট শুরু হতে না হতেই ভুয়ো ভোটারের অভিযোগ ওঠে শনিবার। বিধাননগরের ৩১ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী দেবাশিষ জানা অভিযোগ তুলে জানিয়েছেন, বিএফ কমিউনিটি সেন্টারে ভোটের লাইনে একজনকে সন্দেহ হয়। কথা বলতে গেলেই তাঁর কথাবাত্রায় অসঙ্গতি মিলেছে বলে অভিযোগ। বাবার নাম বলতে পারছিলেন না। এরপর আচমকাই ওই ব্যাক্তি লাইন ছেড়ে চলে যান। ভুয়ো ভোটার রয়েছে বলে গুরুতর অভিযোগ তোলেন দেবাশিষ জানাও।

Share this article
click me!

Latest Videos

'জয় শ্রীরাম' ধ্বনিতে মুখরিত বাংলাদেশ! হিন্দু নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল Bangladesh
দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
'Firhad Hakim ও Kalyan Banerjee কে ফের একবার তীব্র আক্রমণ Humayun Kabir-এর, দেখুন কী বললেন
'বাংলাদেশের তালিবান ইউনূস হুঁশিয়ার' চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari on Bangladesh
চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে বিধানসভায় বিক্ষোভ Suvendu-র! | Suvendu Adhikari