বীরভূমের জোড়া বিস্ফোরণকাণ্ডে তদন্ত করবে এনআইএ, নির্দেশ কলকাতা হাইকোর্টের

বীরভূমের জোড়া বিস্ফোরণকাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সিআইডিকে এতদিনের যাবতীয় তথ্য কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

'দ্রুত সমস্ত নথি এনআইএ-কে হস্তান্তর করবে সিআইডি', বীরভূমের জোড়া বিস্ফোরণকাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আইন অনুযায়ী এই ধরণের ঘটনা ঘটলে রাজ্যের তদন্তকারী সংস্থা একটি প্রাথমিক রিপোর্ট এনআইএ-কে পাঠায়। কিন্তু সেই রিপোর্ট নিয়েই অভিযোহ এনআইএ-র। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিভাস পট্টনায়েক ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ছিল। তাতেই বিচারপতিরা নির্দেশ দেন, সিআইডি নয়, এবার ওই দুই বিস্ফোরণের তদন্ত করবে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি। হাইকোর্টের তরফে, সিআইডিকে এতদিনের যাবতীয় তথ্য কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

Latest Videos

প্রসঙ্গত, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর বীরভূমের লোকপুর থানার গাংপুর গ্রামের বিস্ফোরণের জেরে বাবলু মণ্ডল নামে এক বাসিন্দার বাড়ির চাল উড়ে যায়। একই বছরে ২৯ অগাস্টেসদাইপুর থানার রেঙ্গুনি গ্রামে হাইতুন্নেসা খাতুনের গোয়ালঘর উড়ে যায় বিস্ফোরণে। রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি এই মামলাগুলির তদন্তভার গ্রহণ করে। পরে তদন্তভার গ্রহণ করে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিভাস পট্টনায়েক ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ছিল। তাতেই বিচারপতিরা নির্দেশ দেন, সিআইডি নয়, এবার ওই দুই বিস্ফোরণের তদন্ত করবে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি। হাইকোর্টের তরফে, সিআইডিকে এতদিনের যাবতীয় তথ্য কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে জোড়া বিস্ফোরণের তদন্ত এগিয়ে নিয়ে যেতে রাজ্যের কাছে যথাযথ নথি পাচ্ছে না বলে অভিযোগ ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সির। বিশেষ আদালতের দ্বারস্থ হন তদন্তকারীর দল। সমস্ত রিপোর্ট দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দেয় এনআইএ-র বিশেষ আদালত। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে পালটা মামলা করে রাজ্য সরকার। তার শুনানিতে এদিন  কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিভাস পট্টনায়েক ডিভিশন বেঞ্চে সাফ জানানো হয়, দ্রুত সমস্ত নথি এনআইএ-কে হস্তান্তর করবে সিআইডি।

 আরও পড়ুন, 'বিজিবিএস সফল, ৪৮ ঘন্টায় সাড়ে ৩ লক্ষ কোটি টাকার বিনিয়োগ বাংলায়', বার্তা মমতার

আরও পড়ুন, 'সুকান্তের অভিজ্ঞতা কম', বিজেপি নেতাদের পরপর পদত্যাগে বিস্ফোরক দিলীপ

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিভাস পট্টনায়েক ডিভিশন বেঞ্চে পর্যবেক্ষণ, 'আইন অনুযায়ী এই ধরণের ঘটনা ঘটলে রাজ্যের তদন্তকারী সংস্থা একটি প্রাথমিক রিপোর্ট এনআইএ-কে পাঠায়। রাজ্যের সেই রিপোর্ট বিবেচনা করে তদন্ত করা বা না করার সিদ্ধান্ত নেয় ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি। যেহেতু রাজ্যে তদন্তাকারী সংস্থার থেকে এনআইএ-র ক্ষমতা আরও বিস্তৃত সেই কারণে ন্যায় বিচারের স্বার্থে এই মামলার ভার নিয়েছে এনআইএ।'

 আরও পড়ুন, রেপের সংখ্যা বেড়েই চলেছে রাজ্যে, ফের ধর্ষণ করে খুন ? মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার মেদিনীপুরে

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari