পুরুলিয়া বিজেপিতে বড়সড় ভাঙন, নেতার সঙ্গে একাধিক কর্মী তৃণমূলে

  • বড় ভাঙন দেখা দিল বঙ্গ বিজেপিতে
  •  দল ছাড়লেন বিজেপির পুরুলিয়ার প্রাক্তন জেলা সভাপতি
  •  গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তিনি।
  •  ভয় দেখিয়ে তৃণমূলে যোগ দেওয়ানো হচ্ছে দাবি বিজেপির

Asianet News Bangla | Published : Feb 16, 2020 12:28 PM IST / Updated: Feb 19 2020, 10:55 PM IST

রাজ্য়ে পুরসভা নির্বাচনের আগে বড় ভাঙন দেখা দিল বঙ্গ বিজেপিতে। এবার দল ছেড়ে বেরোলেন পুরুলিয়ার প্রাক্তন জেলা সভাপতি। গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তিনি।  যদিও বিজেপির দাবি, ভয় দেখিয়ে তাঁদের নেতাদের তৃণমূলে যোগ দেওয়ানো হচ্ছে। 

মার্চেই হয়তো দোতালা বাস ফিরবে কলকাতায়, এবার খোলা ছাদে শহর দেখবে যাত্রীরা

লোকসভা ভোটে পুরুলিয়ায় গেরুয়া ঝড়ে তুফান তুলেছিল বিজেপি। কিন্তু রাজ্য়ের সাম্প্রতিক পরিস্থিতি বলছে, ২১শের বিধানসভা নির্বাচনের আগে একে একে বিজেপিতে থাবা বসাচ্ছে তৃণমূল। এবার সেই প্রমাণ পাওয়া গেল পুরুলিয়ায়। যেখানে দল ছেড়ে তৃণমূলে গেলেন প্রাক্তন জেলা সভাপতি বিকাশ মাহাতো।  তাঁর সঙ্গে যোগ দেন বিন্দেশ্বর মাহাতো,(জয়পুরের তিন বারের ফরওয়ার্ড ব্লক বিধায়ক  পরবর্তীকালে  বিজেপিতে যোগ দেন)।  দল ছাড়ার তালিকায় রয়েছেন গত বিধানসভা নির্বাচনে পুরুলিয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী নগেন্দ্র ওঝা। এছাড়াও একাধিক নেতা কর্মী পুরুলিয়া রবীন্দ্রভবনে এসে তৃণমূলে যোগ দেন।

তাপস সহ তিন মৃত্যুর জন্য দায়ী কেন্দ্র, বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী

এদিন তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন জেলার পর্যবেক্ষক তথা মন্ত্রী মলয় ঘটক। সঙ্গে ছিলেন জেলা সভাপতি তথা মন্ত্রী শান্তিরাম মাহাতো ছাড়াও জেলার নেতারা। দলে যোগ নিয়ে মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন, অতীতে বিভ্রান্ত হয়ে অন্য দলে যোগ দিয়েছিলেন অনেকেই। এখন তাঁরাই তৃণমূলের হাত  শক্ত করারা জন্য এগিয়ে আসছেন।  তাঁরা যোগদানের ইচ্ছা প্রকাশ করতেই দলের তরফে তাঁদের গ্রহণ করা হয়। 

কী গল্প কলকাতাকে শোনাল রোবট কন্যা সোফিয়া, দেখুন সেরা ১২ ছবি

এদিকে দলে ফিরে বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিকাশ মাহাতো বলেন, বহুদিন তৃণমূলের সংগঠনে ছিলাম। কিছু সমস্যা হওয়ায় দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলাম। কিন্তু সেখানে মান নিয়ে কাজ করতে পারছিলাম না।  তাই পুরোনো দলে ফের ফিরে এলাম। 

Share this article
click me!