বড়সড় নাশকতা থেকে মুক্তি পেল মুর্শিদাবাদ , অস্ত্রশস্ত্র সহ গ্রেফতার ৪

Published : Feb 16, 2020, 05:51 PM IST
বড়সড় নাশকতা থেকে মুক্তি পেল মুর্শিদাবাদ ,  অস্ত্রশস্ত্র সহ গ্রেফতার ৪

সংক্ষিপ্ত

  আগ্নেয়াস্ত্র-সহ ৪ অস্ত্র কারবারি ধরা পড়ল পুলিশের জালে   নিরাপত্তায় জন্য় আগেই বাড়তি নজর দিয়েছিল রাজ্য সরকার     শনিবার রাতেই মুর্শিদাবাদ থেকে উদ্ধার করা হয়  আগ্নেয়াস্ত্র   ধৃতদের এই মুহূর্তে দফায় দফায় জেরা করছে তদন্তকারীর দল 

বিপুল পরিমানে আগ্নেয়াস্ত্র-সহ ৪ অস্ত্র কারবারি ধরা পড়ল পুলিশের জালে। শনিবার গোপন সূত্রে খবর পুলিশ। এরপর বিকেলে মুর্শিদাবাদ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও ইসলামপুর থানার পুলিশ অভিযান চালায়। তেনাচুরা এলাকা থেকে ৪ জন অস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয়েছে। 

আরও পড়ুন, রাজ্য়ে বিপুল পরিমানে গাঁজা উদ্ধার, খড়গপুর থেকে গ্রেফতার দুই দুষ্কৃতী

পুলিশি সূত্রে খবর, তেনাচুরা এলাকা থেকে ৪ জন অস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ৭ টি ৭ এম এম পিস্তল, ১৪ টি ম্যাগাজিন, ৮৫ রাউন্ড কার্তুজ, ১ টি কারবাইন, ২টি কারবাইন ম্যাগাজিন ও একটি মাস্কেট। জানা গিয়েছে, ধৃত সুরু শেখ মুর্শিদাবাদের জলঙ্গীর বাসিন্দা। হাসিবুল  ইসলাম ডোমকলের বাসিন্দা। সালাম শেখ ও নূর মহম্মদ মালদার কালিয়াচকের বাসিন্দা। 

আরও পড়ুন, ফের চাকরি দেবার নাম করে প্রতারণা রাজ্য়ে, কোচবিহার থেকে গ্রেফতার ৫

পুলিস তাদের দফায় দফায় জেরা করে জানতে পেরেছে, সালাম শেখ ও নূর মহম্মদ আগ্নেয়াস্ত্রগুলি কালিয়াচক থেকে নিয়ে আসে এবং সেগুলি সুরু শেখ ও হাসিবুল ইসলাম কিনে নেয়। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও ইসলামপুর থানার পুলিশ অভিযান চালায়। তারপরই হাতেনাতে ধরে ফেলে দুষ্কৃতিদের। ধৃতদের কাছ থেকে ১ টি বাইকও বাজেয়াপ্ত হয়। তবে এর পিছনে আরও কোনও বড় চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীর দল

PREV
click me!

Recommended Stories

রাত বাড়তেই স্বাভাবিকের নীচে নামল পারদ, বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? রইল বিরাট আপডেট
Adhir Ranjan Chowdhury: ‘বিজেপির সঙ্গে সংঘাতে যেতে চান না মমতা!’ শাসকের আসল উদ্দেশ্য ফাঁস করলেন অধীর