'মতুয়াদের মন জয় করতে পারবে না বিজেপি', গেরুয়াশিবিরকে তীব্র আক্রমণ ফিরহাদের

Published : Mar 30, 2022, 09:26 AM ISTUpdated : Mar 30, 2022, 09:30 AM IST
'মতুয়াদের মন জয় করতে পারবে না বিজেপি', গেরুয়াশিবিরকে তীব্র আক্রমণ ফিরহাদের

সংক্ষিপ্ত

মতুয়াদের মন জয় করতে পারবে না বিজেপি নেতারা, মোদীর ভাষণ শেষে গেরুয়া শিবিরকে তোপ ফিরহাদের। বগুটুই হত্যাকাণ্ডেও গেরুয়াশিবিরকে একহাত নিলেন তিনি।  

মতুয়াদের মন জয় করতে পারবে না বিজেপি নেতারা, মোদীর ভাষণ শেষে গেরুয়া শিবিরকে তোপ ফিরহাদের। উল্লেখ্য, মঙ্গলবার হরিচাঁদ ঠাকুরের ২০০ তম আর্বিভাব তিথিতে মতুয়া সমাজের মন জয়ের চেষ্টায় বার্তা রেখেছেন প্রধানমন্ত্রী মোদী। বাংলায় কথা বলেছেন। যদিও এতকিছু করেও যে সফল হতে পারবে না বিজেপি, সাফ জানালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এবং বগুটুই হত্যাকাণ্ডেও গেরুয়াশিবিরকে একহাত নিলেন তিনি। বললেন, 'সিবিআই-ইডিকে ভয় পায় না তৃণমূল কংগ্রেস।'

সিবিআই-ইডি-কে ভয় পায় না তৃৃণমূল কংগ্রেস

চমকে চমকে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। আসলে ওরা জানে তৃণমূল কংগ্রেস বরাবর বিজেপি দল ও তাঁদের নেতা নেত্রীদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। তাই ওরা ইডি, সিবিআই সহ কেন্দ্রীয় এর্জেন্সিকে দিয়ে চমকাচ্ছে। আসলে বিজেপি চাই আমরা যেনও নরেন্দ্র মোদী ও অমিত শাহ, ওদের পায়ে পরি। আমরা কখনই এটা করব না। সাফ জানালেন ফিরহাদ। তিনি মনে করান, একসময় বন্ধের জেরে বাংলা থেকে সমস্ত ইন্ড্রাস্টি পালিয়ে গিয়েছিল। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের আমলে আবার ধীরে ধীরে তারা এ রাজ্যে ফিরে আসছে। বন্ধ সাধারণ মানুষ কখনই সমর্থন করে না। তাই বামপন্থী শ্রমিক সংগঠনগুলোর ডাকা বন্ধে ন্যূনতম প্রভাব পড়েনি এ রাজ্যে, কটাক্ষ ফিরহাদের।

আরও পড়ুন, 'গ্যাসের দাম বাড়িয়ে নজর ঘোরাতে নিজেরাই আগুন লাগিয়েছে', পাহাড়ে গিয়ে কেন্দ্রকে তোপ মমতার

মতুয়াদের মন জয় করতে পারবে না বিজেপি নেতারা 

তিনি বলেন, বিজেপি নেতারা মতুয়াদের মন জয় করার চেষ্টা করছে। এতে ওরা সফল হতে পারবে না। বিজেপি কোনওদিন কারোর জন্যই কিছু করেনি। বাংলার বিরোধিতা করার জন্য বাংলার মানুষ ওদের বর্জন করেছে। ওরা যতই মতুয়াদের মন জয় করার চেষ্টা করুক ওরা তা করতে পারবে না, বলে বিজেপি নেতৃবৃন্দকে তোপ দাগলেন ফিরহাদ। তিনি আওও বলেন, বিজেপি নেতৃত্ব যে অন্যায় দেশজুড়ে চালাচ্ছে, তার বিরোধিতা করা হবে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত। দেশকে স্বাধীন করার জন্য একদিন যেমন স্বাধীনতা সংগ্রামীরা ভয় পাননি। আমাদের যতই সিবিআই, ইডি বা কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে ভয় দেখানো হোক, তৃণমূল কংগ্রেসের কেউ ভয় পাবে না।

আরও পড়ুন, 'কট্টর বিজেপি সমর্থকদের চমকাতে হবে', উপনির্বাচনের আগে তৃণমূল বিধায়কের ভিডিও তুলে সরব শুভেন্দু

'বিজেপি ভারতবর্ষের স্তরকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে'

ফিরহাদ আরও বলেন, বিজেপি ভারতবর্ষের স্তরকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। সংবিধান গণতান্ত্রিক পরিবেশ ধর্মনিরপেক্ষতাকে ভেঙে দিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই দেশের সমস্ত ও বিজেপি নেতৃবৃন্দের কাছে আবেদন জানিয়ে চিঠি লিখেছেন বিজেপির বিরুদ্ধে একসাথে লড়াই করার উদ্দেশ্যে। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথ ধরেই বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে উঠবে জানালেন ফিরহাদ।

'রামপুরহাটকাণ্ডের সঙ্গে তৃণমূল নেতা-কর্মীদের নাম জড়িয়ে দেওয়া অনৈতিক'

বগটুই হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রামপুরহাট ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের নাম জড়িয়ে দেওয়ার বিষয়টি অনৈতিক। দু'টি গ্রুপের সঙ্গে ঝামেলা হয়ে একটা অবাঞ্ছিত ঘটনা ঘটেছে। এটা হওয়া উচিত ছিল না। প্রশাসন বিষয়টি নিয়ে তদন্ত করছে। আদালত আইন মেনে সমস্ত দিক খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। এর জন্য কেন তৃণমূল কংগ্রেস নেতাদের ঘাড়ে দায় চাপানো হবে বলেও এদিন রামপুরহাট কাণ্ড নিয়ে বিরোধী দলের মিথ্যাচার নিয়ে প্রতিবাদ জানালেন ফিরহাদ।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Sukanta Majumdar: সংসদে ‘বঙ্কিমদা’ বলায় মোদীকে কটাক্ষ তৃণমূলের! পাল্টা আক্রমণ সুকান্তর
News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে