সংক্ষিপ্ত
দার্জিলিং সফরের দ্বিতীয় দিনে মোদী সরকারকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে নির্বাচন এবং এমনকি বগটুইকাণ্ড নিয়েও এদিন বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।
দার্জিলিং সফরের দ্বিতীয় দিনে মোদী সরকারকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে নির্বাচন এবং এমনকি বগটুইকাণ্ড নিয়েও এদিন বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।
দার্জিলিংকে নিয়ে বিজেপিকে তোপ দেগেছেন মমতা। মঙ্গলবার প্রশাসনিক সভা থেকে বলেন, 'ওরা শুধু ভোটের সময় আসে, আর মানুষকে ভূল বোঝায়। দার্জিলিংয়ে ওরা উল্টোপাল্টা বুঝিয়ে ভোট নিয়ে চলে যায়। এরা কেউ মানুষের কথা ভাবেও না। গত লোকসভা ভোটেও এই লোকসভা কেন্দ্র থেকে ভোটে জিতেছেন রাজু বিস্ত। এরপরেই তিনি বলেন, আমার দিল্লির লাড্ডু চাইনা, আমার কালিম্পংয়ের লাড্ডু চাই। 'আরও একবার জিটিএ, নির্বাচন করানোর আশ্বাসও দেন মমতা। বলেন দার্জিলিং এখন হাসছে। সব হোটেলে পর্যটক ভর্তি। আমি চাই আফনারা ভালো থাকুন। পর্যটনের উন্নতি হোক। উপার্জন হোক মানুষের। আপনারা সিদ্ধান্ত নিন ১০ বছর ঝগড়া করব না। খালি উন্নয়ন করব। দেখুক মিরিক কালিম্পং কোথায় যায়।প্রথমে সাধারণ মানুষ, তারপরে রাজনৈতিক জল। শীঘ্রই জিটিএ নির্বাচন করব। পাহাড়ের সব ভাইবোনদের মুখে হাসি দেখতে চাই। কেউ হাসলে আমার মন ভাল হয়ে যায়। কেউ কাঁদলে মন ভারাক্রান্ত হয়ে ওঠে, বলে বার্তা দেন মমতা।
অপরদিকে পেট্রোল-ডিজেলের প্রসঙ্গও এদিন বাদ যায়নি। মমতা এদিন বলেন পেট্রোল-ডিজেল-গ্যাসের মূল্য বৃদ্ধি থেকে নজর ঘোরাতেই নিজেরাই আগুন লাগিয়ে বাংলাকে বদনাম করছে। মূলত, ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোনোর পরেই জ্বালানির মূল্যবৃদ্ধি হয়েই চলেছে।নিশব্দে জ্বালানীর দাম বাড়িয়েছে বিজেপির কেন্দ্রীয় সরকার, তোপ দেগেছেন ইতিমধ্য়েই মমতা বন্দ্য়োপাধ্যায়। এই নিয়ে গত আট দিনে সপ্তমবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। গত এক সপ্তাহে মোট হার বেড়েছে ৪ টাকা ৮০ পয়সা। এদিকে মোদী সরকারের পেট্রোপণ্য়ের মূল্যবৃদ্ধির জেরে এদিন দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন। এদিকে এহেন পরিস্থিতির জ্বালানীর মূল্য বৃদ্ধিতে মোদী সরকারকে ছাড়লেন না মমতাও।
এদিকে রামপুরহাটের বগটুই হত্যাকাণ্ড নিয়ে প্রসঙ্গ তোলেন তৃণণূল সুপ্রিমো। তিনি বলেন, 'নিজেরা আগুন লাগিয়ে বাংলার বদনাম করছে। এরা কেউ বাংলাকে ভালোবাসে না।' প্রসঙ্গত, ইতিমধ্য়েই রাজ্যের হিংসাকাণ্ডের শিরোণামে রামপুরহাটের বগটুই গ্রাম। যেই গ্রামে ইতিমধ্য়েই এক তণমূল উপপ্রধানের খুনের বদলায়, আগুনে পুড়ে আরও ৮ জন হিংসার বলি হয়েছে। যার মধ্যে প্রাণ হারিয়েছে, বেশিরভাগই মহিলা ও শিশু। এই ঘটনায় প্রথমে সিট গঠন করে তদন্ত শুরু হলেও রাজ্য পুলিশে ভরসা পায়নি মামলাকারীর দল এবং বিজেপি। অবশেষে, এই ঘটনার তদন্তে আরও কাজ করবে না সিট, সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে জানিয়েছে হাইকোর্ট। যদিও তাতে একফোঁটাও কমেনি দুই পক্ষের কাদা ছোঁড়াছোঁড়ি। দুইজনেই দুই দলকে আগুন লাগানোর নামে অভিযুক্ত করছে। যদিও প্রকৃত সত্যের অপেক্ষায় সবাই।