শুভজিৎ পুততুণ্ড, বারাসত-মণীশ শুক্লা খুনের ঘটনার পর আবার খুনের ঘটনায় বারাকপুর এলাকা। হালিশহরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি গৃহ স্মপর্ক অভিযান চলাকালীন হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা। বিজেপি কর্মী খুনে সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন সাংসদ অর্জুন সিং।
আরও পড়ুন-'রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয়ে কাজ করছেন রাজ্যপাল', ধনখড়ের বিরুদ্ধে সরব তৃণমূল সাংসদ
ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার ব্যারাকপুর মহাকুমার হালিশহরে। জানাগেছে, পুরসভার ৬নং ওয়ার্ড বিজপুর তিন নম্বর মন্ডল এর বিজেপি নেতা সৈকত ভাওয়াল শনিবার বিকেলে গৃহ সম্পর্ক অভিযান যান। সেই কর্মসূচি চলাকালীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় তাকে কল্যাণীর জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন-'দূরত্ব নেই, সবই ঠিক আছে', সাংসদ শান্তনুর সঙ্গে সাক্ষাতের পর জানালেন কৈলাস
বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই হামলায় এখনো পর্যন্ত ১ জনের মৃত্যু। হামলায় জখম হয়েছেন আরও ছয় জন বিজেপি কর্মী। তাঁদের গুরুতর আহত অবস্থায় কল্যাণীর জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল। পুরনো কোনও শত্রুতার জেরে সৈকত ভাওয়ালকে খুন করা হয়েছে বলে দাবি তৃণমূলের।