'ঠাকুমা বলত, অভাগা যেদিকে যায়, সাগর শুকায়ে যায়', শুভেন্দুকে কটাক্ষ করে স্যোশালে পোস্ট দেবাংশুর

'অভাগা যেদিকে যায়, সাগর শুকায়ে যায়', বিজেপি গোহারা হারতেই শুভেন্দু অধিকারীকে জোর কটাক্ষ করে বাংলার প্রবাদকে তুলে আনলেন তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য।

'অভাগা যেদিকে যায়, সাগর শুকায়ে যায়', বিজেপি গোহারা হারতেই শুভেন্দু অধিকারীকে জোর কটাক্ষ করে বাংলার প্রবাদকে তুলে আনলেন তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। ইতিমধ্য়েই দেবাংশুর বিতর্কিত ফেসবুক পোস্টে নেটিজেনদের হাসির বন্যা। একেই বিজেপির অন্দরে বেশ কিছুদিন ধরে সংঘাত চলছে। মাঝে মাঝেই যা রূপা গঙ্গোপাধ্যায়, লকেট, দিলীপ-হিরণ, সৌমিত্র খাঁ-সহ আরও অনেকেরই ঘটনায় প্রকাশ পাচ্ছে। দলীয় সংঘাত কম নয় তৃণণূলের অন্দরেও। তবে রাজ্যে দুই উপনির্বাচনে তৃণমূলের ফের বাধন হারা জয়, আপাতত অন্তন্দন্দ্বকে আড়াল করেছে। এদিকে বিজেপির ক্ষেত্রে বরং উল্টোটাই হয়েছে। তীব্র আক্রমণ করছে দলের ভিতরে একে অপরকেই। আর এই ঘোলা জলেই ছিপ ফেললেন  তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য। একেবারে রাজ্যের বিরোধী দলনেতাকে নিয়ে চূড়ান্ত রসিকতা করে ফেললেন তিনি।

'অভাগা যেদিকে যায়, সাগর শুকায়ে যায়'

Latest Videos

রাজ্যের দুই নির্বাচনে বিজেপির গো হারা হারের পর  তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য ফেসবুকে শুভেন্দুকে খোঁচা দিয়ে একটি পোস্ট করেছেন। ইতিমধ্য়েই সেই বিতর্কিত পোস্টে ৫ হাজার লাইক-ইমোজির বন্যা। শুভেন্দুকে খোঁচা দিয়ে তিনি লিখেছেন, 'ঠাকুমা বলত, অভাগা যেদিকে যায়, সাগর শুকায়ে যায়। হঠাৎ মনে পড়ল কারণ। 'এরপরেই সরাসরি তোপ দেগে দেবাংশুর সংযোজন, 'আসানসোলে বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী। দুঃখের বিষয় আসানসোলে মিটার বক্সটা একটু উঁচূতে ছিল।হাত যায়নি বেচারার।তাই নন্দীগ্রামে যেটা করা গিয়েছিল, সেটা আর আসানসোলে করা যায়নি। নন্দীগ্রামে লোডশেডিং করেও তো মাত্র ১২০০-১৩০০ ভোটে জিতেছিলেন। এবার আসানসোলে গিয়ে বিজেপির সাড়ে সর্বনাশ করে দিয়ে এসেছেন।' এরপরে দেবাংশু আবার হ্যাসট্যাগ দিয়েছেন 'অপয়া।' তবে এখানে শেষ নয় সংবাদ মাধ্যমেও কটাক্ষ করেন দেবাংশু। প্রসঙ্গত বালিগঞ্জ এবং আসানসোলে বিরাট সাফল্য এসেছে তৃণমূলের। যদিও ফলপ্রকাশের আগে সবারই আসনসোলের দিকে বেশি নজর ছিল। তার কারণ ওই কেন্দ্র পরপর গত দুই বার লোকসভা ভোটে আসন পেয়ে এসেছে বিজেপি। কিন্তু এবার সেই রেকর্ডটা ভেঙে দিলেন শত্রুঘ্ন সিনহা। বাবুলের ছেড়ে যাওয়া সিটে বাবুলের থেকেও বেশি ভোট আনলেন তিনি।

আরও পড়ুন, 'অজুহাত দেব না, রিগিং হয়েছে বলব না', ভোটে হেরে মোদীকে 'সরি স্যার' বললেন অগ্নিমিত্রা

আরও পড়ুন, 'তৃণমূল থেকে শেখার আছে, বহিষ্কৃতদের এবার ফেরানো উচিত', হারের পর বিস্ফোরক সৌমিত্র খাঁ

'শুভেন্দু অধিকারী বিজেপির জন্য অপয়া'

তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য বলেন, 'এবারে ফ্রি এবং ফেয়ার ইলেকশন হয়েছে। অগ্নিমিত্রা পাল তো নিজেই স্বীকার করে নিয়েছেন যে, এবার কেন্দ্রীয় বাহিনী খুব ভালো কাজ করেছে।কিন্তু তবু বিজেপি জিতল না। আমার ব্যক্তিগত মতামত শুভেন্দু অধিকারী বিজেপির জন্য অপয়া। কারণ যেদিন থেকে উনি দলে যোগ দিয়েছেন, সেদিন থেকে বিজেপির শিবিরে ধস নেমেছে। দিনহাটা, শান্তিপুরের মতো আসন আগেই খুইয়েছেন। এবার আসানসোলও হাতছাড়া হয়েছে। পরবর্তীতে উনি যদি দল বদল করেন, তাহলে কী হবে জানি না। বিজেপির জন্য উনি ব্যাড ইনভেসমেন্ট।'

আরও পড়ুন, '২০ হাজার মার্জিন মন্দ নয়', মন্তব্য বাবুলের, 'সংখ্যালঘু ভোট কমছে' মনে করালেন সুকান্ত-দিলীপরা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today