নিঃখরচায় ব্যাগভর্তি বাজার, লকডাউনে মানবিক উদ্যোগ বাঁকুড়ার ক্লাবের

  • লকডাউনে মানবিক উদ্যোগ
  • এবার বাঁকু়ডায় বসল 'বিনেপয়সার বাজার'
  • নেপথ্যে স্থানীয় একটি ক্লাবের সদস্যরা
  • উপকৃত হচ্ছে সাতশোটি পরিবার 

Asianet News Bangla | Published : May 4, 2020 5:13 PM IST / Updated: May 05 2020, 10:33 AM IST

কোথাও যৎসামান্য টাকায় মিলছে ব্যাগভর্তি আনাজ, তো কোথাও আবার বিনামূল্যে। লকডাউনে বাজারে এভাবে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। 'বিনেপয়সার বাজার' বসেছে বাঁকুড়ার ওন্দাতেও। নেপথ্যে স্থানীয় একটি ক্লাবের সদস্যরা।

আরও পড়ুন: টিকিয়াপাড়ার ঘটনায় মূল প্ররোচক বিজেপি নেতার ভাই,টুইট হাওড়া পুলিশের

কোথাও  ব্রজ আঁটুনি, কোথাও আবার কিছুটা ছাড়। তবে লকডাউন আপাতত উঠছে না। তৃতীয় দফায় মেয়াদ বাড়ল আরও দুই সপ্তাহ। পরিস্থিতি যে কবে স্বাভাবিক হবে, জানা নেই কারওই। কাজকর্ম লাটে উঠেছে, রোজগার বন্ধ। একদিন কাজে না গেলে যাঁদের বাড়িতে হাড়ি চড়ে না, তাঁরাও এখন বেকার। দিন কাটছে চরমে আর্থিক অনটনে। লকডাউনের বাজারে এলাকার গরিব মানুষদের পাশে দাঁড়িয়েছে বাঁকুড়ার ওন্দায় একটি ক্লাবের সদস্যরা। প্রতি রবিবার বাজার বসছে স্থানীয় খামারবেড়িয়া গ্রামে। যাঁরা বাজারে আসছেন, তাঁদের হাতে বিনামূল্য়ে শাক সবজি তুলে দিচ্ছেন ওই ক্লাবের সদস্যরা। 

আরও পড়ুন:রেশন বিক্ষোভ এবার হুগলিতেও, ডিলারকে পিছমোড়া করে বেঁধে রাখলেন স্থানীয়রা

আরও পড়ুন: স্বস্তি পেল স্বাস্থ্য দফতর, সুস্থ হয়ে ফিরলেন করোনা আক্রান্ত ৬ আরপিএফ জওয়ান

লকডাউনের জেরে এমনিতেই দুর্ভোগের শেষ নেই। বিনামূল্যে যদি অন্তত আনাজপাতিও পাওয়া যায়, তাহলে মন্দ কি! মুখে মুখে খবর ছড়িয়ে পড়েছে এলাকায়। প্রতি রবিবার বাজারে ভিড় হচ্ছে ভালোই। কম করে সাতশোটি পরিবারের উপকৃত হচ্ছে। অন্তত তেমনই দাবি উদ্যোক্তাদের। 

Share this article
click me!