'দোল উৎসব সকলের জীবন রাঙিয়ে তুলুক ', টুইট শুভেচ্ছা মোদী-মমতার

দোল উৎসব উপলক্ষে দেশবাসীকে শুভকামনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি এদিন দোলের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড় এবং রাষ্ট্রপতি কোবিন্দও।  

দোল উৎসব (Dol Utsav 2022) উপলক্ষে দেশবাসীকে শুভকামনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (CM Mamata Banerjee and PM Modi)। পাশাপাশি এদিন দোলের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড় এবং রাষ্ট্রপতি কোবিন্দও। এদিন সকালে টুইট করে বসন্ত উৎসবে শুভেচ্ছা জানিয়েছেন প্রত্যেকেই। 

 

Latest Videos

 

এদিন মুখ্যমন্ত্রী টুইট করে লিখেছেন, 'দোলযাত্রায় সকলকে শুভেচ্ছা জানাই। রঙের এই জাঁকজমকপূর্ণ উৎসব আমাদের সবার জীবনে সুখ, শান্তি, আনন্দ এবং সমৃদ্ধি নিয়ে আসুক। বৈচিত্র, বন্ধুত্ব এবং সাম্যের চেতনা আমাদের অনুপ্রাণিত করুক।' রাজ্যপাল জগদীপ ধনখড় দোলের ছুটি কাটাতে উত্তরবঙ্গ গিয়েছেন। এদিন সকালে টুইট করে রাজ্যপাল লেখেন, সকলকে হোলির শুভেচ্ছা। রঙের এই উৎসব সকলের জীবনে ভালবাসা, বন্ধন সৌভ্রাতৃত্ব বজায় থাকুক। সুখ সমৃদ্ধি নিয়ে আসুক এই উৎসব।সকলের জীবন রাঙিয়ে তুলুক হোলির উৎসব।' প্রসঙ্গত, শুক্রবার দোলযাত্রা উপলক্ষে কলকাতা সহ রাজ্য মেতে উঠেছে৷  শুক্রবার নিউটাউনের রবীন্দ্র তীর্থে পালিত হল বসন্ত উৎসব। প্রভাত ফেরি দিয়ে শুরু হয়ে নাচে গানে পালিত হল বসন্ত উৎসব। তবে শুধু নিউটাউনই নয়, গলফগ্রীণ-সহ প্রতি বছরের ন্যায় এ বছরও বেলুড়মঠে সাড়ম্বরে পালিত হল দোল উৎসব।

আরও পড়ুন, আজ দোলের জন্য কমানো হয়েছে কলকাতা মেট্রোর সংখ্যা, জানুন কতক্ষণ পাবেন পরিষেবা

রাজ্যে অশোক, পলাশ, কৃষ্ণচূড়া আর রক্তকাঞ্চনের ডালে ডালে রঙের উচ্ছ্বলতা।  রঙের উৎসবে মেতে বাংলা ৷ বিভিন্ন এলাকায় চলছে বসন্তোৎসব৷ বসন্তের বাতাসে রঙের ছড়াছড়ি। আবির, রঙ ও পিচকারি নিয়ে রং খেলায় মাতোয়ারা  শহরের ছেলে-মেয়েরা। বসন্তের নবীন পাতায় হিল্লোল জাগায় যে রং, আজ সেই রং-এর উৎসব।  বসন্ত কবেই এসে গিয়েছে। তবে দোল না এলে বসন্তের সেই পূর্ণতা যেনও অধরাই থেকে যায়। শুধু একে অপরকে রং দেওয়া নয়, বাংলার এক এক প্রান্তে দেখা যায় নানা ধরনের দোল উৎসব ও পুজো পদ্ধতি। তবে দোল নিয়ে সতর্ক পুলিশ প্রশাসন। নজর রাখা হচ্ছে শহরতলির অলিগলিতে। 

আরও পড়ুন, রায়গঞ্জের বসন্ত উৎসবে এবার ভিনদেশীদের ভিড়, বেলা বাড়তেই শহর ঢাকল আবিরে

 

অপরদিকে শুক্রবার প্রধানমন্ত্রী মোদী টইট করে লিখেছেন, সকলকে হোলির শুভেচ্ছা। রঙের এই পারস্পরিক স্নেহ, ভালবাসা, ভ্রাতৃত্ববোধ নিয়ে আসুক। প্রত্যেকের জীবন সুখের রঙে ভরে উঠুক। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইট করে বলেছেন, হোলির পবিত্র উৎসবে দেশের মানুষকে শুভেচ্ছা ও শুভকামনা জানাই। রঙের এই উৎসবে সম্প্রীতি বজায় থাকুক। হোলির এই উৎসব সৌভ্রাতৃত্বের শ্রেষ্ঠ উদাহরণ। এই উৎসব বসন্তের আগমনের বার্তা বহন করে আনে। সকল দেশবাসীর জীবন আনন্দ ভরে উঠুক। নতুন আশা নিয়ে আসুক।'  

আরও পড়ুন, বসন্ত উৎসবে মেতে উঠেছে নিউটাউন থেকে বেলুড় মঠ, দেখুন ছবি

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'নরেশ আগরওয়াল, মুকুল ঘোষ কে হয় আপনার মুখ্যমন্ত্রী?' চরম প্রশ্ন সুকান্তর | Sukanta Majumdar Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
North 24 Parganas News Today: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক Barrackpur-এ
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee