গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত করছে বিজেপি-বিরোধী দলগুলিকে চিঠি উদ্বিগ্ন মমতার

রাজ্যের প্রতিটি বিরোধী দল ও বিরোধী দলনেতাকে চিঠি দিলেন তিনি। সেখানে বিজেপির অগণতান্ত্রিক মনোভাব ও রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থার ওপর বিজেপি বিধায়কদের সরাসরি আঘাত করার মনোভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। 

বিধানসভার বিশৃঙ্খল পরিস্থিতির জন্য দায়ি বিজেপি বিধায়কদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইতিমধ্যেই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যের প্রতিটি বিরোধী দল ও বিরোধী দলনেতাকে চিঠি দিলেন তিনি। সেখানে বিজেপির অগণতান্ত্রিক মনোভাব ও রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থার ওপর বিজেপি বিধায়কদের সরাসরি আঘাত করার মনোভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। 

চিঠিতে মমতা লিখেছেন প্রতিটি অবিজেপি শাসিত রাজ্যে গণতন্ত্রের ওপর আঘাত হানছে বিজেপি। তাদের উদ্দেশ্য সেই রাজ্যগুলিতে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করে আইন শৃঙ্খলা ব্যবস্থায় অচলাবস্থা সৃষ্টি করা। এদিন তিনি চিঠিতে জানান, কেন্দ্রের বিজেপি সরকার ইডি, সিবিআই, আয়কর দফতর, সিভিসি (সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন)-এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলির ক্ষমতার অপব্যবহার করছে। টার্গেট করা হচ্ছে বিরোধী দলগুলির নেতাদের। তাদের জোর করে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ মমতার। 

Latest Videos

আরও পড়ুন, কলকাতায় প্রতিবছর ১ ফুট নিচে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ জলস্তর, শিউরে ওঠা রিপোর্ট এল সমীক্ষায়

আরও পড়ুন, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ দূষিত শহর কলকাতা, চলুন কারণ জানতে ঘুরে দেখা যাক শহরের অলিগলি

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে পার পেয়ে যাচ্ছেন এমন বহু নেতা, যাঁদের বিরুদ্ধে গুরুতর মামলা বা অভিযোগ রয়েছে। কেন্দ্রের এই একচোখা নীতিতে কেন্দ্র রাজ্য সম্পর্ক নষ্ট হচ্ছে। রাজ্যের স্বচ্ছ ভাবমূর্তিতে আঘাত করছে বিজেপি। আইনব্যবস্থার ওপর পূর্ণ বিশ্বাস রেখে এদিন মমতা বলেন একজোট হয়ে বিজেপির এই আগ্রাসী মনোভাবের মোকাবিলা করতে হবে। 

আরও পড়ুন, 'এটা পরিকল্পিতভাবে করেছে বিজেপি', বগটুইকাণ্ডের পর বিধানসভা ইস্যুতে শুভেন্দুকে নিশানা কুণালের

এর আগে, সোমবার বিরোধী বিজেপি বিধায়কদের তুলকালাম কান্ডে প্রচন্ড ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে তিনি কথা বলেন মন্ত্রী ফিরহাদ হাকিম ও পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। নজিরবিহীন ঘটনার নজিরবিহীন শাস্তির নির্দেশ দেন মমতা। সেই সঙ্গে পার্থ ও ফিরহাদ হাকিমকে নির্দেশ দেওয়া হয় যে বিধায়করা এই ভাঙচুরের ঘটনায় যুক্ত, তাদের ভাতা থেকে টাকা কেটে ক্ষতিপূরণ দিতে হবে। 

এদিকে, তৃণমূলের তরফে দাবি করা হয়, বিজেপি বিধায়কদের মারে জখম হয়েছেন বিধায়ক অসিত মজুমদার। তাঁকে চিকিৎসকের নিয়ে গিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। অন্যদিকে, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সোমবারের এই ঘটনায় বিধানসভার সম্পত্তির কী কী ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অশান্তি বাধানোর অভিযোগে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারি, মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষ-সহ পাঁচ জনকে সাসপেন্ড করার কথা জানান তিনি। 

সোমবার বিধানসভার ওয়েলেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বিধায়কদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। হাতাহাতি পর্যন্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। এই ঘটনায় বিধায়কদের উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। 

Share this article
click me!

Latest Videos

Sukanta Majumdar : BSF-কে লক্ষ্য করে গুলি বাংলাদেশীদের, ক্ষোভ উগরে দিয়ে যা বললেন সুকান্ত
বাবা Saif Ali Khan-কে দেখতে এলেন Sara Ali Khan, দেখুন সেই মুহূর্ত! #shorts #shortsfeed #shortsvideo
চারদিন থেকে নিখোঁজ ছেলে! তারপর যা হলো দেখে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Hooghly-তে, দেখুন
'৭০ ভাগ হিন্দুদের এক হতে হবে, তাহলেই সিদ্দিকুল্লা-ফিরহাদদের স্বপ্ন শেষ!' | Suvendu Adhikari | BJP
Suvendu Adhikari Live : বারাসত থেকে বাংলদেশকে চরম আক্রমণে শুভেন্দু অধিকারী