করোনা আক্রান্ত মহিলা জন্ম দিলেন সুস্থ সন্তানের, সাফল্যের নজির বাঁকুড়ায়

Published : Aug 14, 2020, 09:54 PM IST
করোনা আক্রান্ত মহিলা জন্ম দিলেন সুস্থ সন্তানের, সাফল্যের নজির বাঁকুড়ায়

সংক্ষিপ্ত

অন্তঃস্বত্ত্বা মহিলার শরীরে করোনার থাবা  হাসপাতালে সুস্থ সন্তানের জন্ম দিলেন তিনি সাফল্যের নজির এবার বাঁকুড়ায় উচ্ছ্বসিত চিকিৎসকরা  

শারীরিক নানা জটিলতা তো ছিলই, অন্তঃস্বত্ত্বা অবস্থায় আবার করোনা সংক্রমণেরও শিকার হয়েছিলেন এক মহিলা। সরকারি কোভিড হাসপাতালে সুস্থ সন্তানের জন্ম দিলেন তিনি। সাফল্যের নজির বাঁকুড়ার ওন্দায়।

আরও পড়ুন: জম্মুতে দুর্ঘটনায় বাঙালি জওয়ানের মৃত্যু, শোকের ছায়া নলহাটিতে

ওই মহিলার বাড়ি বাঁকুড়ারই বিষ্ণুপুর শহরের রঘুনাথসায়ের এলাকায়। অন্তঃস্বত্ত্বা অবস্থায় ভর্তি হয়েছিলেন বিষ্ণুপুর জেলা হাসপাতালে। রুটিন পরীক্ষার সময়ে করোনা সংক্রমণ ধরা পড়ে প্রসূতির। এরপর আর কোনও ঝুঁকি নেননি চিকিৎসক, ৮ অগাস্ট ওই মহিলাকে পাঠিয়ে দেওয়া হয় ওন্দার কোভিড হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর,  ওই মহিলা প্রসবকালীন আরও নানা ধরণের শারীরিক সমস্য়ায়ও ভুগছিলেন। পরিস্থিতি এমনই ছিল, যে প্রথমে রোগীকে বড় কোনও হাসপাতালে পাঠিয়ে দিতে চেয়েছিলেন কোভিড হাসপাতালে চিকিৎসকরা। কিন্তু শেষপর্যন্ত তা আর সম্ভব হয়নি।

আরও পড়ুন: 'সৎ নেতাদের দরকার তৃণমূলে', পদ ও অর্থের ঝুলি নিয়ে কাদের নিশানা করছে 'টিম পিকে'

ওন্দা কোভিড হাসপাতালে ওই প্রসূতির অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। অপর্যাপ্ত পরিকাঠামোর অভাবে কোনও বিপদ হবে না তো? ঝুঁকি ছিল ষোলোআনা। চিকিৎসকদের দক্ষতায় মঙ্গলবার রাতে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন করোনা আক্রান্ত মহিলা। বস্তুত, বাঁকুড়া জেলায় এমন ঘটনা এই প্রথম ঘটল বলে মনে করা হচ্ছে। 

PREV
click me!

Recommended Stories

চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন
এসআইআর আবহে বার্থ সার্টিফিকেট তৈরি করার হিড়িক! মালদহ মেডিক্যালে চাঞ্চল্য