একুশের ভোটের আগে জনমত সমীক্ষা, কার দখলে দক্ষিণ দিনাজপুর, কে এগিয়ে, কে পিছিয়ে

Published : Dec 01, 2020, 05:33 PM ISTUpdated : Dec 01, 2020, 05:44 PM IST
একুশের ভোটের আগে জনমত সমীক্ষা, কার দখলে দক্ষিণ দিনাজপুর, কে এগিয়ে, কে পিছিয়ে

সংক্ষিপ্ত

এগিয়ে আসছে বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়েগেছে রাজনৈতিক তৎপরতা ভোটের জন্য প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন এমনই এক সময়ে সামনে জনমত সমীক্ষার ফলাফল

একুশে বাংলায় বিধানসভা নির্বাচনের আগেই Crowdwisdom360-র জনমত সমীক্ষা। জনমত সমীক্ষায় সামনে এলে দক্ষিণ দিনাজপুর ফলাফলের পূর্বাভাস। জেলা ভিত্তিক জনমত সমীক্ষার রিপোর্টে জানা গেল দক্ষিণ দিনাজপুর জেলার বিধানসভা আসন গুলির ফলের পূর্বাভাস। Crowdwisdom360-র সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের এই জেলার ছয়টি আসনের মধ্যে আধাআধি ভাগ নেবে বিজেপি-তৃণমূল। একনজরে দেখে নেওয়া যাক  দক্ষিণ দিনাজপুরে আসনগুলিতে কাকে এগিয়ে, কাকে পিছিয়ে রাখছে Crowdwisdom360-র জনমত সমীক্ষা।

আরও পড়ুন-উত্তরবঙ্গে গেরুয়া শিবিরে ভাঙন ধরাল তৃণমূল, বিজেপি ছেড়ে ঘাসফুলে গত বিধানসভার বিজেপি প্রার্থী


কুশমণ্ডি-২০১৬-র বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে দখল নিয়ে বাম শিবির। কিন্তু আগামী একুশের নির্বাচনের পূর্বাভাস বলছে এবার ওই আসন দখল নিতে পারে তৃণমূল কংগ্রেস।

কুমারগঞ্জ-২০১৬-র বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে দখল নিয়ে ঘাসফুল শিবির। ২০২১-এর নির্বাচনে তৃণমূল ওই আসন নিজেদের দখল রাখতে পারে বলে জনমত সমীক্ষায় পূর্বাভাস।

বালুরঘাট-২০১৬-র বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে দখল নিয়ে বাম শিবির। কিন্তু আগামী একুশের নির্বাচনে ওই আসন দখল নিতে পারে বিজেপি শিবির। 

তপন-২০১৬-র বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে দখল নিয়ে তৃণমূল কংগ্রেস। পূর্বাভাস বলছে এবারের বিধানসভা নির্বাচনে ওই আসন দখল নিতে বিজেপি। 

আরও পড়ুন-ফের প্রকাশ্য়ে দিলীপ-সৌমিত্র দ্বন্দ্ব, যুব মোর্চার পদাধিকারি বাছতে ধাক্কা খেলেন বিষ্ণুপুরের সাংসদ

গঙ্গারামপুর-২০১৬-র বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে দখল নিয়ে হাত শিবির অর্থাৎ কংগ্রেস। কিন্তু, একুশের নির্বাচনে পাশা পালটে যেতে পারে। ওই আসন বিজেপি দখল নিতে পারে বলে এমনটাই পূর্বাভাস দিচ্ছে জনমত সমীক্ষা।

হরিরামপুর-২০১৬-র বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে দখল নিয়ে বাম শিবির। কিন্তু, একুশের বিধানসভাব নির্বাচনে ওই আসন বামেদের থেকে তৃণমূল কংগ্রেস।   

আরও পড়ুন-বোমাবাজি-বাইক ভাঙচুরে উত্তপ্ত খেজুরি, বিজেপির উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে  

PREV
click me!

Recommended Stories

পৌষমেলা: শান্তিনিকেতনে পর্যটকদের জন্য সরকারি উদ্যোগে খুলে দেওয়া হল বাউল বিতান
সৌমিকদের গ্রেফতারি তাহলে কেন ছাড় প্যাটিস বিক্রেতাকে? প্রশ্ন তুলে ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু