সংক্ষিপ্ত

  • উত্তরবঙ্গে বড়সড় ধাক্কা খেল দিলীপ শিবির
  • বিজেপি ছেড়ে তৃণমূলে প্রাক্তন বিজেপি প্রার্থী
  • কেন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন
  • নিজেই জানালেন গত বিধানসভার প্রার্থী

বিজেপিতে ভাঙন ধরাল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ২০১৬ বিধানসভা নির্বাচনে বিজেপির কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী লিওস কুজুর। তৃণমূল কংগ্রেস ভবনে দুই তৃণমূল কংগ্রেস নেতা চন্দ্রিমা ভট্টাচার্য এবং এদের কাছ থেকে তৃণমূলের পতাকা তুলে হাতে তুলে নেন কুজুর। অন্যদিকে, বিজেপি নেতা সায়ন্তন বসুর নেতৃত্বে বেশ কয়েকজন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন।

আরও পড়ুন-শুভেন্দুকে অনুসরণ, জেলা পরিষদের মেন্টর পদ ছাড়লেন তৃণমূল নেতা প্রণব বসু

কেন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন

লিওস কূজুর জানান, বর্তমান শাসকদল আদিবাসীদের উন্নয়নের জন্য একাধিক উন্নয়নমূলক কাজ করছে এই কাজে সন্তুষ্ট আদিবাসী মানুষেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কাজে সন্তুষ্ট হয়েই আদিবাসী মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় এর উপর ভরসা করছেন বলে জানান লিওস কুজুর। 

আরও পড়ুন-ষাটের কাছাকাছি বয়সেও অদম্য প্রাণশক্তি, করোনা সচেনতনায় পায়ে হেঁটে ভারত অভিযান দাসু দার

 

কে এই লিওস কুজুর ? 

২০১৬ বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন লিওস কুজুর। দীর্ঘ দিন ধরে শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন তিনি। যখন বিজেপি নেতারা হুঁশিয়ারি দিয়ে বলছেন তৃণমূল নেতারা মুখিয়ে আছেন বিজেপি যোগদান করার জন্য, তখন বিজেপিতে ভাঙন  ধরিয়ে দল সাজাচ্ছে তৃণমূল। অন্যদিকে, মঙ্গলবার শতাধিক সংখ্যালঘু পরিবার রাজ্য বিজেপির সম্পাদক শ্রী সায়ন্তন বসুর নেতৃত্বে বিজেপিতে যোগদান করলেন।