কালীপুজোতে সিতরাং-এর অশনি সংকেত, কবে থেকে মেঘ মুক্ত হবে আকাশ?

ফণি, আমফান, ইয়াসের মত না হলেও এই ঝড়ের প্রভাবে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে এবং অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। ঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়বে সুন্দরবন এলাকায়।
 

উৎসবের মরশুম জুড়ে পিছু ছাড়ল না বৃষ্টি। এবার কালীপুজোতেও দুর্যোগের চোখ রাঙানি। দীপাবলির মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আরও শক্তি সঞ্চয় করে ২৫ তারিখের মধ্যে স্থলভাগে আঁছড়ে পড়ার সম্ভাবনা। ঘূর্ণিঝড় সিতরাং-এর লক্ষ্য আপাতত বাংলাদেশের দিকে হলেও পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতেও এই ঝড়ের প্রভাব পড়বে। 

দুর্যোগের থেকে মুক্তি কবে? 

Latest Videos

আবহাওয়া দফতর সূত্রে খবর ২৬ তারিখ থেকেই হাওয়া বদল হবে রাজ্যে। দীপাবলির পরের দিন সকাল থেকেই ধীরে ধীরে স্বাভাবিক হবে পরিস্থিতি। বুধবার থেকে মেঘমুক্ত হতে পারে আকাশ। দুর্যোগ কাটলেই শীতের আমেজ পাবে রাজ্যবাসী। নভেম্বরের শেষ থেকেই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। 

কোন দিকে লক্ষ্য 'সিতরাং'-এর? 

আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত রবিবারের মধ্যে গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে ধীরে ধীরে  উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। সোমবার অর্থাৎ কালীপুজোর দিনই আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে উত্তর ও উত্তরপূর্ব দিকে এগোবে। মঙ্গলবার সকালের মধ্যেই ঘূর্ণিঝড় 'সিতরাং' বাংলাদেশে প্রবেশ করবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এরপর মঙ্গলবার সকালেই বাংলাদেশের তিনকোনা দ্বীপ ও সানদ্বীপের মাঝে আঁছড়ে পড়বে এই ঝড়। 

বাংলার কোন জেলায় কতটা প্রভাব পড়বে? 

ফণি, আমফান, ইয়াসের মত না হলেও এই ঝড়ের প্রভাবে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে এবং অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। ঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়বে সুন্দরবন এলাকায়। এছাড়া হাই অ্যালার্ট জারি করা হয়েছে দুই ২৪ পরগনা সহ বেশ কিছু জেলায়। ঘূর্ণিঝড়ের আংশিক প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরেও। এছাড়া সামান্য প্রভাব পড়বে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও পূর্ব বর্ধমানের কিছু অংশে।
সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আংশিক মেঘলা আকাশ থাকবে। মঙ্গলবারও একই থাকবে ছবি। সপ্তাহের শুরুতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। হাওয়ার গতিবেগ থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার সর্বোচ্চ ৫০ কিলোমিটারের মধ্যে।   মঙ্গলবারও একই চিত্র দেখা যাবে শহর জুড়ে ৪০ থেকে ৫০ কিলোমিটার সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা-সহ  হাওড়া হুগলি ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরেও।
 
অন্যদিকে সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। পাশাপাশি ১০০ কিলোমিটার গতি বেগে বইতে পারে দমকা ঝড়ো হওয়াও। 
সিতরাং-এর প্রভাবে বাড়তে পারে সমুদ্রে জলোচ্ছ্বাসও। দুই চব্বিশ পরগণায় বাঁধের ক্ষতি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকবে ফেরি চলাচলও। সতর্ক করা হয়েছে পর্যটকদেরও। সোম ও মঙ্গলবার  সমুদ্র তীরবর্তী সমস্ত বিনোদনমূলক রাইড বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের সমস্ত ফেরি চলাচলও বন্ধ থাকবে এই দু'দিন। 

আরও পড়ুন -

'জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া জরুরি', দশেরায় বললেন RSS প্রধান

সূর্যের দক্ষিণ গোলার্ধে ভয়ঙ্কর বিস্ফোরণ, বিপন্ন হতে পারে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা

দুর্গাকে একটি লজ্জাবতীর পাতা অর্পন করে আর্থিক সমস্যা থেকে মুক্তি পান, জানুন কীভাবে সেটি দেবেন

Share this article
click me!

Latest Videos

দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya
Sukhendu Sekhar কী বিজেপিতে যোগ দিচ্ছে? জল্পনা উস্কে যা বললেন Agnimitra Paul
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today