রেড পান্ডার জন্য ভারতের সেরা দার্জিলিং চিড়িয়াখানা, চতুর্থ আলিপুর জু

দার্জিলিং-এর  পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক দেশের সেরা চিড়িয়াখানার শিরোপা পেয়েছে। আর সেখানে কলকাতার আলিপুর চিড়ি়য়াখানা  সেরার তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। ১০ সেপ্টেম্বর ভূবনেশ্বরে চিড়িয়াখানার পারিচালকদের একটি সম্মেলন হয়।

দার্জিলিং-এর  পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক দেশের সেরা চিড়িয়াখানার শিরোপা পেয়েছে। আর সেখানে কলকাতার আলিপুর চিড়ি়য়াখানা  সেরার তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। ১০ সেপ্টেম্বর ভূবনেশ্বরে চিড়িয়াখানার পারিচালকদের একটি সম্মেলন হয়। সেখানেই কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ চিড়িয়াখানার এই ব়্যাঙ্কিং তালিকা প্রকাশ করে। গোটা দেশে ১৫০টি চিড়িয়াখানা রয়েছে।

তালিকা অনুসারে প্রথম দার্জিলিং জু,দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাইয়ের আরিগানার আন্না জুলজিক্যাল পার্ক। তারপরই  কর্নাটকের মহীশূরের শ্রী চামরাজেন্দ্র জুলজিক্যাল গার্ডেন। আর চতুর্থ স্থানে রয়েছে আলিপুর জুলজিক্যাল গার্ডেন। 

Latest Videos

দার্জিলিং-এর পদ্মজা নাইডু চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ হল হিমালয়ান ব্ল্যাক বিয়ার, স্নো লেপার্ড, গোরাল ও হিমালয়ান থার। তবে সবকিছু ছাপিয়ে রয়েছে রেড পান্ডা। যা দর্শকদের অন্যতম আকর্ষণ। 

সেরার খেতাব পেয়েছে পদ্মজা নাইডুর পরিচালক বাসভরাজ হোলেয়াচি বলেছেন 'আমরা উচ্ছ্বসিত ও কৃতিজ্ঞ জুলজিক্যাল পার্কের সব কর্মীদের কাছে।' কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ বিভিন্ন পরিমিতি যেমন ব্যবস্থাপনা ও কার্যকারিতার ভিত্তিতে সমস্ত চিড়িয়াখানার একটি মূল্যায়ণ করেছে। তারই ভিত্তিতে এই খেতাব দেওয়া হয়েছে। দার্জিলিং চিড়িয়াখানাকে সর্বোচ্চ ৮৩ শতাংশ দেওয়া হয়েছে বলেও চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন। ' স্থানীয়রা মনে করছেন এই তাকমা দার্জিলিং জুকে আরও বেশি করে দর্শক বা ভ্রমনার্থী এনে দেবে। তাতে আদতে উপকৃত  হবে দার্জিলিং-এর সুন্দর পাহাড়ি এলাকার পর্যটন ব্যবসা। উপকৃত হবেন স্থানীয় বাসিন্দারা। বর্তমানে পর্যটন একটি গুরুত্বপূর্ণ কর্মসংস্থানের জায়গা হয়ে দাঁড়িয়েছে।   

দার্জিলিং চিড়িয়াখানা ১৯৫৮ সালের ১৪ অগাস্ট প্রতিষ্ঠা হয়েছিল। জুলজিক্যাল পার্কটি স্নো চিতাবাঘ এবং রেড পান্ডা সহ পূর্ব হিমালয়ের বিপন্ন প্রাণী প্রজাতির প্রজনন ও সংরক্ষণ কর্মসূচির জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

টিপটিপ বৃষ্টি সঙ্গী দিনভর, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় শুক্রবার আরও বাড়তে পারে বৃষ্টি

ধর্ষণের পর বিয়ের জন্য চাপ দেওয়াতেই ২ দলিত কিশোরীকে হত্যা, চার জনকে গ্রেফতার করে দাবি পুলিশের

কয়লাকণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে নোটিশ, শুক্রবার হাজিরার নির্দেশ সিআইডি দফতরে

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News