অস্থায়ী কর্মীদের বিক্ষোভের জেরে বন্ধ কলকাতা-দিঘা সরকারি বাস পরিষেবা, পুজোর মুখে সমস্যায় পর্যটকরা

অস্থায়ী কর্মীদের আন্দোলনের জেরে আপাতত বন্ধ এই রুটের সরকারি বাস। ঘটনার জেরে ফাপরে পড়েছেন পর্যটকরা। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে সরব দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের ডিপোর অস্থায়ী কর্মীরা।

পুজোয় বাকি আর মাত্র কয়েকটা দিন। আর পুজোর ছুটি মানেই বাঙালির বেড়াতে যাওয়ার মরশুম। কাছেপিঠের মধ্যে বাঙালির বেড়াতে যাওয়ার সেরা ঠিকানা বলতে প্রথমেই আসে দিঘার নাম। কিন্তু এবছর পুজোর মুখে নেই কলকাতা-দিঘা সরকারি বাস। অস্থায়ী কর্মীদের আন্দোলনের জেরে আপাতত বন্ধ এই রুটের সরকারি বাস। ঘটনার জেরে ফাপরে পড়েছেন পর্যটকরা। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে সরব দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের ডিপোর অস্থায়ী কর্মীরা। 

সূত্রের খবর, আগে দিঘা ডিপো থেকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ৯০টি বাস চলত। করোনা পরিস্থিতি, লকডাউন যাবতীয় কিছুর জেরে এই সংখ্যা নেমে দাঁড়ায় ১৪-এ। ফলে কার্যত কাজহারা দিঘা ডিপোর ১৭৫ জন অস্থায়ী কর্মী। বাসের সংখ্যায় বিরাট পরিবর্তনের জেরে মাসে মাত্র ১০-১২ দিন কাজ পাচ্ছে অস্থায়ী কর্মীরা। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠন। দাবি না পূরণ হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠন INTTUC।

Latest Videos

আরও পড়ুন - আরও পড়ুন: 'শীঘ্রই শহরে নামছে বেসরকারি বাস', কী বললেন সিন্ডিকেটের সাধারন সম্পাদক

পুজোর মুখে কলকাতা-দিঘা রুটে বাস বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন দিঘা-খড়গপুর, দিঘা-বারাসত , দিঘা-দুর্গাপুর রুটের যাত্রীরাও। এই রুটগুলিতে SBSTC-র বাস বন্ধ থাকায় ক্ষতিগ্রস্থ হচ্ছে পর্যটনও। এই সময় পর্যটকদের ঢল নামে দিঘায়। পর্যটন ব্যবসার ক্ষেত্রে যথেষ্ঠ গুরুত্বপূর্ণ এই সময়। তাই একদিকে যেমন ফাঁপড়ে পড়েছে পর্যটকরা, অন্যদিকে ক্ষতির মুখে পর্যটন ব্যবসাও। 

আরও পড়ুন:  অটো-ট্যাক্সিতেও এবার 'যত সিট তত যাত্রী', স্বাস্থ্য বিধি নিয়ে কড়াকড়ি

SBSTC দিঘা ডিপোর  ইনচার্জ সোমনাথ ঘোষ জানিয়েছেন, "উর্ধতনকে জানিয়েছি,তারা যা বলবেন  তারপর দেখা যাবে।" মূলত বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের। এখন দেখার পুজোর আগে কোনও ব্যবস্থা নেওয়া হবে, না কি বাঙালির পুজোয় এবার ব্রাত্য হবে দিঘা ভ্রমণ। 

Share this article
click me!

Latest Videos

গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury