জঙ্গিদের তালিকায় রাজ্যের ৫ স্টেশন, প্রজাতন্ত্র দিবসের আগে হামলার আশঙ্কায় জোর তল্লাশি

  • প্রজাতন্ত্র দিবসের আগে জঙ্গি হামলার আশঙ্কা
  • রাজ্যের ৫টি জায়গা জঙ্গিদের তালিকায় রয়েছে
  • রেড অ্য়ালার্ট জারি করে তল্লাশি জারি
  • জঙ্গিদের তালিকায় কোন কোন জায়গা?

প্রজাতন্ত্র দিবসের আগে জঙ্গি হামলার আশঙ্কা! গোয়েন্দা তথ্য থেকে এমনই উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য। বাংলাদেশি জঙ্গি সংগঠন জামাতুল মজাহিদিন বাংলায় বড়সড় হামলা করতে পারে বলে সূত্র মারফত এমনটাই জানতে পেরেছেন গোয়েন্দারা। রাজ্যের মালদহ ডিভিশনের পাঁচটি রেল স্টেশন জঙ্গিদের তালিকায় রয়েছে বলে জানতে পেরেছে গোয়েন্দারা। খবর পেয়ে রাজ্য জুড়ে রেড অ্য়ালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি, সংশ্লিষ্ট রেল স্টেশন গুলিতে জোরদার তল্লাশি জারি রেখেছে রেল পুলিশ।

আরও পড়ুন-'ইঞ্চিতে-ইঞ্চিতে বুঝে নেব', বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে নতুন করে সাড়া ফেললেন অভিষেক

Latest Videos

সূত্রের খবর, মুর্শিদাবাদের নিউ ফরাক্কা, মালদহ, জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, জঙ্গিপুর। এই পাঁচটি স্টেশন জঙ্গিরা টার্গেট করেছে বলে গোয়েন্দা সূত্রে খবর। প্রজাতন্ত্র দিবসের আগে বড়সড় জঙ্গি হামলার আশঙ্কায় সংশ্লিষ্ট স্টেশনগুলি খালি করে জোরদার তল্লাশি শুরু করেছে। নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদেরেও ইতিমধ্য়েই সতর্কবার্তা দিয়েছে রেল। সন্ত্রাসবাদী হামলার বিষয়টি জানতে পেরে জোর তৎপরতা শুরু করেছে আরপিএফ ও জিআরপি। 

আরও পড়ুন-'এই প্রজাতন্ত্র দিবসে প্রতিশ্রুতিবদ্ধ হই, আগামী নির্বাচন হবে হিংসামুক্ত', রাজ্যকে ফের খোঁচা রাজ্যপাল

রবিবার সকালেই নিউ ফরাক্কা স্টেশনে দেখা যায় ক্রাইম ব্রাঞ্চের অফিসারদের। নিরাপত্তা ব্যবস্থা সহ সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। প্রজাতন্ত্র দিবসের আগে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ রেলের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা।  সংশ্লিষ্ট স্টেশনগুলির ঢোকার মুখে কড়া নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশি জঙ্গি সংগঠন জামাতুল মজাহিদিন বাংলায় বড়সড় হামলা করতে পারে বলে সূত্র মারফত এমনটাই জানতে পেরেছেন গোয়েন্দারা।    

Share this article
click me!

Latest Videos

‘Nabanna-র সামনে জাতীয় পতাকা নিয়ে বসবো!’ Mamata Banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র
আমবাগানে গুপ্ত লোহার বাঙ্কার! খুলতেই আঁতকে উঠলো BSF, চাঞ্চল্য Nadia-র Krishnagunj-এ, দেখুন
বিষাক্ত স্যালাইন নিয়ে মমতার বিরুদ্ধে রাজ্যপালের কাছে নালিশ শুভেন্দুর, দেখুন কী বলছেন বিরোধী দলনেতা
Suvendu on Firhad : 'হেলে পড়া বাড়ি' নিয়ে ফিরহাদকে তুলোধনা শুভেন্দুর, দেখুন কী বলছেন তিনি
ভেজাল স্যালাইন কাণ্ডে মমতার গ্রেফতারির দাবিতে প্রতিবাদ যাত্রা শুভেন্দুর | Suvendu Adhikari News