ডাইনি অপবাদে মহিলার উপর ওঝার অত্য়াচার, কালনায় ঝাড়ফুঁকে অসুস্থ মহিলা হাসপাতালে ভর্তি

  • ওঝার কেরামতিতে ওষ্ঠাগত মহিলার প্রাণ
  • ডাইনি অপবাদে মহিলা চুলির মুটি ধরে বেধড়ক মার
  • ওঝার অত্য়াচারে অসুস্থ হয়ে পড়েন মহিলা
  • পুলিশের তৎপরতায় উদ্ধার মহিলা হাসপাতালে ভর্তি

পত্রলেখা বসু চন্দ্র, বর্ধমান: করোনা আবহের মধ্য়েও কুসংস্কারের ছায়া। পূর্ব বর্ধমানের কালনায় ডাইনি অপবাদে এক মহিলার উপর চলল অকথ্য় অত্য়াচার। দীর্ঘক্ষণ ধরে ওঝার ঝাড়ফুঁকের জেরে অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। পরে খবর পেয়ে কালনা থানার পুলিশ পৌঁছে মহিলা উদ্ধার করে। ঝাড়ফুঁকের কারণে শারীরিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। তাঁর উপর মানসিক অত্য়াচার চালানো হয় বলেও অভিযোগ। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন-বিশ্বভারতীকাণ্ডে কাঠগড়ায় তৃণমূল, কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করলেন দিলীপ ঘোষ

Latest Videos

চাঞ্চল্য়কর এই ঘটনা ঘটেছে কালনার কবিলপাড়ায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, বেশ কয়েক দিন ধরেই অস্বাভাবিক আচরণ করছিলেন ওই মহিলা। তারপর থেকেই তাঁকে ডাইনি অপবাদ দিতে শুরু করে গ্রামের মোড়লরা। ওই মহিলার মধ্য়ে ডাইনি রয়েছে বলে অপবাদ তুলে ওঝা ডেকে ঝাড়ফুঁকের বন্দোবস্ত করা হয়। রীতিমত গ্রামের মধ্য়ে একজোট হয়ে মহিলাকে ঘিরে ঝাঁড়ফুঁক চলে। দীর্ঘক্ষণ ধরে ঝাড়ফুঁক করে ওই মহিলার উপর ওঝা অত্য়াচার চালায় বলে অভিযোগ। ওঝার লাগামছাড়া অত্য়াচারের জেরে অসুস্থ হন তিনি। এরপরই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই মহিলা।

আরও পড়ুন-জুতো ব্যবসায়ী থেকে ধর্মপ্রচারক, বাংলায় গদ্য সাহিত্যের জনক উইলিয়াম কেরি

করোনা আবহের মধ্য়ে এই চাঞ্চল্য়কর খবর পায় কালনা থানার। কবিলপাড়ায় ওই গ্রামে পৌঁছে ওঝার কবল থেকে মহিলা উদ্ধার করা হয়। ঝাড়ফুঁকের জেরে অসুস্থ হওয়ায় ওই মহিলাকে স্থানীয় ভর্তি করে পুলিশ।

আরও পড়ুন-শিলাবতী নদীর জলে নামলেই ক্ষত-বিক্ষত করে দিচ্ছে নখের আঁচড়, পিছনে জলজপ্রাণী না অশরীরি শক্তি
 

Share this article
click me!

Latest Videos

'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
কেউ পেয়েছে ২০০, কেউ ৫০! মালদায় গাছ থেকে টাকার বৃষ্টি! ব্যাপারটা কি | Malda News Today
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar