সংক্ষিপ্ত

  •  
  • নদীর জলে নামলেই নখের আঁচড়
  • চন্দ্রকোণায় শিলাবতী নদীতে আতঙ্ক
  • অজানা জন্তুর হামলায় ঘায়েল শিশুরাও
  • জলে নামতে ভয় নির্ভয়পুর গ্রামের
  • সত্য়িটা কী? প্রশাসনের দ্বারস্থ গ্রামবাসীরা
     

নদীর জলে নামলেই নখের আঁচড়! অথবা লম্বা নখ দিয়ে হামলা!নদীর জলে কী এমন আছে? যার ভয়ে আতঙ্কে গ্রামবাসীরা! সত্য়িটা বা কী? যে কারণে আতঙ্কে সিঁটিয়ে রয়েছেন তাঁরা? শুনতে অবাক লাগলেও চাঞ্চল্য়কর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এক নম্বর ব্লকে। এলাকার শিলাবতী নদীর জলে নামলেই এরকমই ভয়ানক অভিজ্ঞতার শিকার হচ্ছেন মনোহরপুর ১ নম্বর গ্রানৃম পঞ্চায়েতের নির্ভয়পুর গ্রামের বাসিন্দারা। নদীর জলে থাকা অজানা কোনও জন্তুর আতঙ্কের কারণে বন্ধ স্নান, কাপড়কাচা সহ অন্য়ান্য় দৈনন্দিন কাজকর্ম।

ঘটনাস্থল নির্ভয়পুর গ্রামের শিলাবতী নদীর ঘাট। প্রত্য়ক্ষদর্শীদের দাবি, নদীর ওই ঘাটে সাদা রঙের কোনও এক জন্তু রয়েছে। জন্তুটির  লম্বা লম্বা নখ রয়েছে বলেও দাবি গ্রামবাসীদের। কেউ নদীর ওই ঘাটে জলে নামলেই জন্তুটি মানুষের উপর আক্রমণ করে। দিন হোক বা রাত জলে নামলেই আক্রমণের শিকার হচ্ছেন গ্রামবাসীরা। তাঁদের আরও দাবি,ঘটনাটি ঘটে চলেছে গত তিনদিন ধরে। ওই অজানা জন্তুর আক্রমণে ২ থেকে তিন জন জখম হয়েছেন বলেও জানিয়েছেন তাঁরা। অজানা জন্তুর আঁচড়ে ঘায়েল হয়েছেন শিশু থেকে বড়রাও।

আরও পড়ুুুন-করোনা আবহে এবার 'অশরীরী'র আতঙ্ক, ভয়ে সিঁটিয়ে গোটা গ্রাম

শিলাবতী নদীর জলের উপর নির্ভর করেন নির্ভয়পুর গ্রামের বাসিন্দারা। স্নান করা, জামা কাপড় পরিষ্কার করা, পানীয় জল ছাড়াও চাষের জলের অভাব পূরণ হয় শিলাবতী নদীর জল থেকে। কিন্তু গত কয়েকদিনের অজানা জন্তুর আতঙ্কে আপাতত নদীতে যাওয়া বন্ধ রেখেছেন গ্রামবাসীরা। শুধু তাই দৈনন্দিন কাজকর্ম বন্ধ রেখেছেন তাঁরা।

আরও পড়ুন-মুদিখানা দোকানের কর্মচারি থেকে আইপিএল-এর রাজ্যে, চূঁচড়ার সূর্যকান্ত বোঝালেন সব সম্ভব

গ্রামবাসীদের প্রশ্ন, সাদা রঙের জন্তুটি কী? কেনই বা তার আক্রমণের শিকার হচ্ছেন গ্রামবাসীরা? তাহলে এটা কী কোনও অশরিরী আত্মা? এখন এই প্রশ্নই ঘোরাঘরি করছে গ্রামবাসীদের মনে। চাঞ্চল্য়কর এই ঘটনার জেরে কুংস্কারের বেড়াজাল ঘিরে ধরেছে গ্রামবাসীদের। অজানা জন্তুর আতঙ্কে কুসংস্কারের সংক্রমণ ছড়িয়েছে আশেপাশের গ্রামগুলিতেও। আতঙ্কের কারণে নদীতে যাওয়া বন্ধ করে দিয়েছেন গ্রামবাসীরা। 

আরও পড়ুন-পৌষমেলার মাঠের পাঁচিল ভাঙলেন স্থানীয়রা, প্রতিবাদ মিছিলে ধুন্ধুমার বিশ্বভারতীতে

যদিও, চাঞ্চল্য়কর এই ঘটনা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হননি গ্রামবাসীরা। স্থানীয় সরকারি দফতরেও জানানো হয়নি বলে জানিয়েছেন তাঁরা। তবে নদীর জলে অজানা জন্তুর আক্রমণের নেপথ্য়ে রহস্য় কী? প্রশাসনের তরফে উদ্য়োগ নিয়ে সত্য় উদঘাটনের প্রয়োজন রয়েছে বলে মতামত প্রকাশ করেছেন সকলেই।